বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল, শ্রীনগর থেকে গ্রেফতার ৫ জইশ জঙ্গি
শ্রীনগর: প্রজাতন্ত্র দিবসের আগে বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল করল জম্মু-কাশ্মীর পুলিশ। শ্রীনগরে থেকে আটক ৫ জইশ জঙ্গি। সেনা জানিয়েছে, প্রজাতন্ত্র দিবসে বড়সড় নাশকতার পরিকল্পনা করেছিল তারা। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রচুর বিস্ফোরক।
সেনার তরফে জানানো হয়েছে, ধৃতদের নাম আজিজ আহমেদ শেখ, উমর হামিদ শেখ, ইমতিয়াজ আহমেদ চিকলা, শাহিল ফারুক গোজরি ও নাসের আহমেদ মির। ধৃতরা শ্রীনগরের হজরতবালের বাসিন্দা।
Those arrested are:-Aijaz Ahmed Sheikh of Sadarbal Hazratbal,Umar Hameed Sheikh of Asaar Colony Hazratbal,Imtiyaz Ahmed Chikla @ Imran of Asaar Colony Hazaratbal,Sahil Farooq Gojri of Ellahibagh Soura & Naseer Ahmed Mir of Sadarbal Hazratbal.
— J&K Police (@JmuKmrPolice) January 16, 2020
J&K: Srinagar Police busted Jaisha-e-Mohammad terror module and arrested a total of 5 terrorists. With this, the Police averted a major terror attack planned on 26th January, and worked out 2 earlier grenade attacks. https://t.co/Z1LOop1TCj pic.twitter.com/mcwy6Pc9kw
— ANI (@ANI) January 16, 2020
ধৃতদের কাছ থেকে ছোট অস্ত্র, ওয়াকিটকি, শরীরে বিস্ফোরক বাঁধার বেল্ট, বল বিয়ারিং, ডিটোনেটর ও জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে। ধৃতরা আত্মঘাতী হামলার ছক কষছিল বলে মনে করা হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের ৫ আগস্ট জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিল করে বিশেষ মর্যাদা কেড়ে নেওয়ার পর থেকেই উপত্যকার পরিবেশ উত্তপ্ত। বুধবার থেকেই কাশ্মীরে চালু হয়েছে ইন্টারনেট পরিষেবা। আর তার পরই ধরা পড়ল জঙ্গিদের দল। তবে ৩৭০ ধারা বাতিলের পর উপত্যকায় সন্ত্রাসবাদীদের গতিবিধি কমেছে বলে খবর।