‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়া তরুণীর মাথার দাম ১০ লাখ টাকা ঘোষণা করল শ্রীরাম সেনা
লখনউ: সিএএ বিরোধী জনসভায় ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় অমূল্যা লিওনাকে গ্রেফতার করে দেশদ্রোহিতার মামলা রুজু করেছে পুলিশ। শুক্রবার তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। তবে ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দেওয়ায় ওই তরুণীকে হত্যার জন্য পুরস্কারের ঘোষণা করেল শ্রীরাম সেনা।
দক্ষিণপন্থী সংগঠন শ্রীরাম সেনা ঘোষণা দিয়েছে, যে অমূল্যা লিওনাকে হত্যা করবে তাঁকে নগদ ১০ লাখ টাকা দেওয়া হবে। শ্রীরাম সেনা কর্মী সঞ্জীব মারাডি বলেছেন, পুলিশ যেন ওই তরুণীকে না ছাড়ে, ছাড়লেই আমরা তাঁকে মেরে ফেলব। তিনি বলেন, আমুল্যাকে যেন কোন পরিস্থিতিতেই ছাড়া না হয়।
Activist of right-wing group Sri Ram Sene announces Rs 10 lakh bounty for killing Amulya Leona who shouted pro-Pakistan slogans at anti-CAA event in Bengaluru
— Press Trust of India (@PTI_News) February 22, 2020
সঞ্জীব মারাডির সাফ ঘোষণা, পাকিস্তানের সমর্থনে স্লোগান দেওয়া অমূল্যা লিওনা যদি কোন কারণে ও মুক্তি পায় তাহলে আমরা তাকে এনকাউন্টার করে মেরে ফেলব। শুধু তাই নয়, সে এও বলে যে ওকে যেই মারুক না কেন, শ্রীরাম সেনা তাকে নগদ ১০ লাখ টাকা পুরস্কার দেবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেঙ্গালুরুতে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির সিএএ বিরোধী জনসভায় অমূল্যা লিওনা পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেন। সঙ্গে সঙ্গেই ওই তরুণীকে বাধা দেন মিম নেতারা। কয়েকবার ‘পাকিস্তান জিন্দাবাদ’ বলার পর আমুল্যা লিওনাকে বলপূর্বক নিরস্ত করে উপস্থিত পুলিশ আধিকারিকরা। তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি, তাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।