গো-হত্যা নিষিদ্ধ করতে আইন প্রণয়ন করছে শ্রীলঙ্কা
কলম্বো: এবার গো-হত্যা নিষিদ্ধের পথে হাটছে শ্রীলঙ্কা। দেশটির শাসক দল শ্রীলঙ্কা পোদুজানা পেরামুনা (এসএলপিপি) গো-হত্যা নিষিদ্ধের জন্য প্রস্তাব গ্রহণ করেছে। গত মঙ্গলবার এবিষয়ে দলের সংসদীয় কমিটির সঙ্গে আলোচনা করেছেন প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষে।
ক্যাবিনেট মুখপাত্র কেহলিয়া রামবুকবেলার বলেছেন, গোহত্যা নিষিদ্ধ করতে দেশে আইন প্রণয়ন করা হবে। শ্রীলঙ্কার ৭৭ শতাংশ মানুষ বৌদ্ধ। দেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ এবং হিন্দু ধর্মাবলম্বীরা গো-মাংস খান না। প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুদের বেশিরভাগই রাজপক্ষের সমর্থক। তাঁরা গোহত্যায় উপর নিষেধাজ্ঞার দাবি জানিয়ে আসছেন বহুদিন ধরেই।
কেহেলিয়া রামবুকওয়েলা বলেন, প্রধানমন্ত্রী দলীয় বৈঠকে গো-হত্যা নিষিদ্ধের বিষয়ে প্রস্তাব দিয়েছেন। আশা করছি গো-হত্যা নিষিদ্ধের জন্য আইন পাশ করা যাবে। এই বিষয়টি সংসদে পেশ করবেন। আশা করছি বিলটি পাশ হবে।
উল্লেখ্য, গত কয়েক বছর ধরে তামিল অধ্যুষিত উত্তর শ্রীলঙ্কায় হিন্দুরা গোহত্যা নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। সিংহলিদের একটা বড় অংশওগো-হত্যা নিষিদ্ধের দাবি জানিয়েছে। তারপরেই দেশটির ক্ষমতাসীন দল এসএলপিপি গো-হত্যা নিষিদ্ধের বিষয়ে উদ্যোগী হল।


