ওয়ানডেতে শ্রীলঙ্কার কাছে ২১৯ রানে হারল ইংল্যান্ড
কলম্বো: আইসিসি তালিকায় এক নম্বরে থাকা ওয়ানডে দল ইংল্যান্ডের লজ্জাজনক হার। শ্রীলঙ্কার কাছে একদিনের আন্তর্জাতিকে ইংল্যান্ড হারল ২১৯ রানে। ব্রিটিশদের ক্রিকেট ইতিহাসে এটাই তাঁদের সবথেকে বড় হার। কলম্বোতে ৩৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ডার্ক ওয়ার্থ লুইস নিয়ম অনুযায়ী ২১৯ রানে হারল ব্রিটিশ দল।
মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৫ ম্যাচ সিরিজের শেষটিতে মুখোমুখি হয় শ্রীলঙ্কা-ইংল্যান্ড। টস জিতে আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ৩৬৬ রান করে শ্রীলঙ্কা। নিরসন ডিকওয়েলা (৯৫) ও দীনেশ চান্ডিমাল (৫৪)। ৩৬৭ রানের বিশাল লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ৪ রানে হারিয়ে বসে ৩ উইকেট। এরপর আর মাথা তুলেই দাঁড়াতে পারেনি দলটি। বৃষ্টিতে হানা দেওয়ায় আগে ২৬.১ ওভারে ৯ উইকেটে ১৩২ রান করে ইংল্যান্ড। ডার্ক ওয়ার্থ লুইস নিয়মে শেষ পর্যন্ত ২১৯ রানের জয় পায় শ্রীলঙ্কা।
Sri Lanka beat England by 219 runs via Duckworth-Lewis method to claim consolation win in rain-hit fifth ODI in Colombo. pic.twitter.com/mj3bTiqoqh
— All India Radio News (@airnewsalerts) 23 October 2018
যদিও সিরিজটি অবশ্য জিতে নিয়েছে ইংলিশরা। তবুও এদিনের হারটাই তাঁদের সবথেকে বড় হার। এর আগে ২০০৫ সালে করাচিতে পাকিস্তানের বিরুদ্ধে ১৬৫ রানে হেরেছিল ইংল্যান্ড। এতদিন সেটাই ছিল ব্রিটিশদের সব থেকে বড় হার। ১৯৯৪ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৬৫ রানে হেরেছিল ব্রিটিশ দল। ১৯৯৯ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬২ রানে হেরেছিল ইংল্যান্ড। ২০০৮ সালে রাজকোটে ভারতের কাছে ১৫৮ রানে হেরেছিল তাঁরা।