Monday, March 24, 2025
আন্তর্জাতিক

বোরকা-সহ সবরকমের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করল শ্রীলঙ্কা

কলম্বো: নিরাপত্তা আরও জোরদার করতে বোরখা, নিকাব ও হিজাব-সহ সবরকমের মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করল শ্রীলঙ্কা। গত ২১ এপ্রিল চার্চ ও অভিজাত হোটেলে ভয়াবহ সিরিজ হামলার জেরেই এই সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কান সরকার। এক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা তাঁর বিশেষ জরুরি ক্ষমতা প্রয়োগ করেছেন। রবিবারের দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতি অনুযায়ী, মুসলিম নারীরা এখন থেকে আর বোরকা, নেকাব বা মুখ ঢেকে রাখা যায় এমন কোন পোশাক পরিধান করতে পারবেন না। সোমবার থেকে নতুন এ আইন কার্যকর হবে। বিবৃতিতে বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে বোরকা নিষিদ্ধ করা হয়েছে।

জাতীয় নিরাপত্তার স্বার্থে বোরখা নিষিদ্ধ করার স্বপক্ষে দিন দুয়েক আগে শ্রীলঙ্কার পার্লামেন্টে একটি বেসরকারি প্রস্তাব পেশ করা হয়েছে। সাংসদ অশু মারাসিংঘে প্রস্তাবে বলেন, বোরকা শ্রীলঙ্কার মুসলিম নারীদের সনাতন পোশাক নয়। তাই এটি নিষিদ্ধ করা হোক।

এদিকে, ইস্টার সানডের ওই হামলার পর থেকে দেশটির বহু মুসলমানকে বিভিন্ন স্থানে আক্রমণের মুখে পড়তে হয়েছে। এ কারণে কেউ কেউ বাধ্য হয়ে বোরকা পরা বন্ধ করে দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল গির্জা ও রেস্তোরাঁয় ভয়াবহ ওই সিরিজ বোমা হামলায় অন্তত ২৫৩ জন নিহত এবং পাঁচ শতাধিক মানুষ আহত হন।