মরা তিমির পেটে মিললো ১০০ কেজি আবর্জনা
এডিনবার্গ: সমুদ্রে দূষণের ভয়াবহ চিত্র সামনে উঠে আসল। স্কটল্যান্ডের আইল অব হ্যারিসে মরা একটি স্পার্ম তিমির পেটের ভেতর ১০০ কেজির ‘আবর্জনার বল’ পাওয়া গেছে। ওই বলের মধ্যে মাছ ধরার জাল, দড়ি, প্যাকিং স্ট্রাপস, ব্যাগ ও প্লাস্টিকের কাপ ছিল।
লুসকেনটায়ারের কাছে বসবাসকারী ডেন পেরি বলেন, এটা খুবই বেদনাদায়ক। বিশেষ করে যখন দেখা গেল যে, এটির পেটের ভেতর থেকে মাছ ধরার জাল ও অন্যান্য আবর্জনা বেরিয়ে এসেছে। তিনি বলেন, আমরা প্রায়ই প্রতিদিনই এই সৈকতে হাঁটি। আমি ময়লা সংগ্রহের জন্য সঙ্গে করে একটি ব্যাগ নিয়ে আসি। এসব ময়লার অধিকাংশই মাছ সম্পর্কিত। পেরি আরও বলেন, সমুদ্র যে কতটা দূষিত, এর মাধ্যমে সেটি সামনে এল।
ডেন পেরি বলেন, তিমির পেট থেকে এই বিপুল পরিমাণে ময়লা উদ্ধার হওয়া প্রমাণ করে আমরা কি পরিমাণে সমুদ্র দূষণ করে চলেছি। তিমিটির মৃত্যু ওই আবর্জনার কারণে হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। তিমির মৃত্যুর কারণ খুঁজে বের করতে চেষ্টা করছে স্কটিশ মেরিন এনিমেল স্ট্রান্ডিং স্কিম (এসএমএএসএস) এর সদস্যরা।
এসএমএএসএস জানিয়েছে, একটি তিমির পেটে পাওয়া এই বিপুল পরিমাণে বর্জ্য ‘ভয়াবহ অবস্থা’ থেকে কম কিছু নয়। কিন্তু আমরা নিশ্চিতভাবে জানি না তিমিটি কেন মারা গেছে। সেটি খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। তবে সমুদ্রে বেঁচে থাকা প্রাণীগুলোর জন্য এ পরিমাণে আবর্জনা কতটা ক্ষতিকর তা এ ঘটনা থেকে আমরা আরও একবার উপলব্ধি করতে পারি।