রাম মন্দিরের দাবিতে অযোধ্যায় পৌঁছল ২৫ হাজার শিবসেনা কর্মী, জারি ১৪৪ ধারা
লখনউ: অযোধ্যায় রাম মন্দির নির্মানের দাবিতে ২৫ নভেম্বর রবিবার জমায়েতের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ, শিবসেনা-সহ একাধিক হিন্দুত্ববাদী সংগঠন। শনিবার সকালেও অযোধ্যা জাংশন স্টেশনে নেমেছেন ২৫০০০ শিবসেনা সমর্থক। পুলিশের অনুমান কমপক্ষে ২ লাখ লোকের সমাবেশ হতে পারে অযোধ্যায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অযোধ্যায় জারি করা হয়েছে ১৪৪ ধারা।
ইতিমধ্যেই অযোধ্যায় পৌঁছাচ্ছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরেও। শনিবার সন্ধ্যায় সরযূ নদীর তীরে বিশেষ আরতিতে অংশ নেবেন তিনি। রাম মন্দিরের দাবিতে রবিবার শিবসেনা প্রধানও অযোধ্যায় এক অনুষ্ঠান করবেন। এলাকায় শান্তি বজায় রাখতে বদ্ধপরিকর স্থানীয় প্রশাসন।
Mumbai: Shiv Sena chief Uddhav Thackeray leaves from his residence. He will reach Uttar Pradesh’s Ayodhya today for a two-day visit. VHP and Shiv Sena will hold separate events in the city tomorrow over the matter of #RamTemple. pic.twitter.com/tPFewtVLVN
— ANI (@ANI) 24 November 2018
ইতিমধ্যে অযোধ্যায় জারি হয়েছে ১৪৪ ধারা। পরিস্থিতি সামাল দিতে অযোধ্যায় রয়েছেন উত্তরপ্রদেশ পুলিশের এডিজি-সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক। এছাড়া রয়েছেন ১৬০ জন ইন্সপেক্টর, ৭০০ কনস্টেবল, ৪২ কোম্পানি পিএসি, ৫ কোম্পানি র্যাফ, এটিএস কমান্ডো। এছাড়া গোটা এলাকায় নজরদারি চালানো হবে ড্রোন ক্যামেরাতে।
Visuals of security in Ayodhya. VHP and Shiv Sena will hold separate events in the city tomorrow over the matter of #RamTemple. pic.twitter.com/cD0PPn0GHI
— ANI UP (@ANINewsUP) 24 November 2018
এদিকে রাম মন্দির নিয়ে চলা বিতর্কের মাঝেই শুক্রবার শিবসেনার শীর্ষ নেতা সঞ্জয় রাউত বলেন, আমরা ১৭ মিনিটে গোটা বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলাম। আর অযোধ্যায় রাম মন্দির নির্মাণের জন্য অর্ডিন্যান্স আনতে এত সময় লাগছে কেন? প্রয়োজনে অর্ডিন্যান্স এনেও মন্দির গড়তে হবে। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যাঁরা রাম মন্দির নির্মাণে বাধা দেবেন তাদের দেশের রাস্তায় ঘুরে বেড়ানো মুশকিল হবে।