নির্যাতিত শরণার্থীদের প্রত্যেককে নাগরিকত্ব না দেওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না কেন্দ্র: অমিত শাহ
জব্বলপুর: সিএএ নিয়ে এখনও উত্তাল দেশ। এর মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করলেন, পাকিস্তানে নির্যাতিত প্রতিটি হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, খ্রিষ্টান ও জৈনকে ভারতীয় নাগরিকত্ব না দেওয়া পর্যন্ত বিশ্রাম নেবে না কেন্দ্রীয় সরকার। ভারতের ওপরে আমার আপনার যতটাই অধিকার ঠিক ততটাই অধিকার শরণার্থীদের।
রবিবার মধ্যপ্রদেশের জব্বলপুরে সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থনে এক জনসভায় অমিত শাহ বলেন, যতদিন না পাকিস্তানে অত্যাচারিত প্রত্যেককে আমরা নাগরিকত্ব দিতে পারছি, ততদিন আমরা বিশ্রাম নেব না। কেউ আমাদের এই কাজ থেকে রুখতে পারবে না। বিরোধীরা কান খুলে শুনে নেও। তোমরা যতই বিরোধিতা করো না কেন, আমরা থেমে যাওয়ার বান্দা নই।
जबलपुर, मध्य प्रदेश में नागरिकता संशोधन कानून 2019 के समर्थन में आयोजित जन-जागरण अभियान को सम्बोधित किया।
विपक्ष ने CAA पर अल्पसंख्यक वर्ग को गुमराह कर देश में जो हिंसा और दंगे करवाये उसके प्रति जागरूकता लाने के लिए भाजपा ने यह जन जागरण अभियान चलाया है। pic.twitter.com/zmH6Ce1iy6
— Amit Shah (@AmitShah) January 12, 2020
স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি, দেশবিরোধী কাজ যারা করছে তাদের জেলে যেতেই হবে। কংগ্রেসকে খোঁচা দিয়ে শাহ বলেন, কংগ্রেস অযোধ্যায় রাম মন্দির তৈরিতে বিরোধিতা করেছিল। কিন্তু ৪ মাসের মধ্যে আমরা সেখানে রাম মন্দির তৈরি করব।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অমিত শাহ খোঁচা দিয়ে বলেন, ক্ষমতা থাকলে সিএএ-তে কারও নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে এমন একটি ধারা দেখান। অমিত শাহ বলেন, যারা একসময় ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করেছিল তারাই এখন এই আইনের বিরোধিতা করছে।