জল্পনার অবসান ঘটিয়ে বুধবারই বিজেপিতে যোগ দিচ্ছেন শোভন-বৈশাখী
কলকাতা: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে বিজেপিতেই যোগ দিচ্ছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
বুধবারই তাঁরা নয়াদিল্লিতে বিজেপির সর্বভারতীয় সদর দফতরে গেরুয়া পতাকা হাতে তুলে নেবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাতেই কলকাতা বিমানবন্দর থেকে দিল্লির উড়ান ধরেছেন তাঁরা দু’জন।
মঙ্গলবার বিধানসভার মৎস ও প্রাণীসম্পদ স্থায়ী সমিতির স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন শোভন চট্টোপাধ্যায়। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়কে খুবই সংক্ষিপ্ত চিঠিতে শোভন চট্টোপাধ্যায় লিখেছেন, অনিবার্য কারণবশত তিনি মৎস্য ও প্রাণীসম্পদ স্থায়ী সমিতির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিচ্ছেন।
প্রসঙ্গত, আগেই কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শোভনবাবু। ২০১৮ সালের ২০ নভেম্বর মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেন শোভন। তার পর থেকে আর বিধানসভার যাননি। দলের কোনো কর্মসূচিতেও যোগ দেননি। এবার বিধানসভার স্ট্যান্ডিং কমিটি থেকে ইস্তফা দিয়ে তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে বিজেপির দিকে ঝুঁকলেন তিনি।