Tuesday, March 25, 2025
রাজ্য​

১৭ দিনেই মোহভঙ্গ, বিজেপি ছাড়ছেন শোভন-বৈশাখী

কলকাতা: বিজেপিতে যোগ দিতে না দিতেই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী বলেছেন, যোগদানের পর থেকেই একগুচ্ছ ঘটনা আমাদের বিরক্ত করছিল। যেটা আমার মনে হয়েছে ঠিক নয়। আমার ব্যাপারে বলা হচ্ছিল যে আমি পদ নিয়ে উচ্চাকাঙ্খী। কখনও শোভনবাবুকে আমন্ত্রণ জানানো হলেও আমাকে হয়নি। আমাদের যোগদানে দলের একাংশের খারাপ লেগেছে। মিথ্যা কথা বলে আমাদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। পুরনো দলের চটিতেই যদি বিজেপি পা গলায় তাহলে তো পুরনো দলেই থাকা যেত।

শোভন চট্টোপাধ্যায় কোনও দলেই যোগ না দিয়ে রাজনৈতিক সন্ন্যাস নিতে চেয়েছিলেন বলে জানালেন বৈশাখী। তিনি বলেন, শোভনবাবু আমাকে বলেছেন যেখানে সেতুটাই ছিলে তুমি সেটাই ভেঙে দিয়ে ওরা আমার কাছে পৌঁছতে চাইছে। আমাদের মনে হয়েছে, এই পরিবেশে কাজ করা সম্ভব নয়। শোভন চট্টোপাধ্যায় বলেন, সংগঠনের কাউকে বিব্রত করতে চাই না, আমাদের নিষ্কৃতি দেওয়া হোক।

শোভন-বৈশাখীর বিজেপি ছাড়ার সিদ্ধান্তের ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, সবার কাজ করার সুযোগ ও অধিকার আছে। দল সবার জন্য দরজা খোলা রেখেছে। কারও কোনও অসুবিধে হলে আলোচনা করে মেটানো হবে। যাঁরা এসেছেন, তাঁরা সিদ্ধান্ত নিক কী করবেন।

রাজ্যের এক শীর্ষ বিজেপি নেতা বলেন, শোভনবাবুকে ডাকলে বৈশাখীকেও ডাকতে হবে সবসময়, এটা বিজেপি দলে হয় না। এটা তৃণমূলে হয়। আমাদের দলে এসব হবে না। বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, বিজেপিতে থাকতে হলে, নিয়ম মানতে হবে, বিজেপির নীতি-আদর্শ মানতে হবে।

প্রসঙ্গত, ১৭ দিন আগে গত ১৪ আগস্ট দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন শোভন–বৈশাখী।