Saturday, June 21, 2025
Latestখেলা

ইডেনে দর্শকদের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেলফি ভাইরাল

কলকাতা: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্যোগেই শুক্রবার ইডেন গার্ডেন্সে গোলাপি বলে দিন-রাত্রির টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হল। ভরা গ্যালারিতে দর্শকদের সঙ্গে নিজের সেলফি পোস্ট করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ‘প্রিন্স অফ ক্যালকাটা’ তাঁর টুইটারে ওই ছবি পোস্ট করে লিখেছেন, গোলাপি টেস্টের দুর্দান্ত পরিবেশ ইডেনে।

পাশাপাশি, এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দাদার আমন্ত্রণে সাড়া দিয়ে ইডেনে উপস্থিত ছিলেন শেখ হাসিনাও। তিনি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘণ্টা বাজিয়ে সূচনা করেন ঐতিহাসিক গোলাপি বলের টেস্টের।


ইডেন টেস্টকে দিন-রাত্রি টেস্ট হিসেবে আয়োজন করার প্রস্তাব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) কাছে পাঠান সৌরভ।  বিসিবি তাঁর প্রস্তাব মেনে নেয়। এরপরই ২২ নভেম্বর নির্ধারিত হয় গোলাপি বলের টেস্ট ম্যাচ।

ভারত ৭ম দেশ হিসেবে গোলাপি বলের টেস্ট খেলল। এর আগে দিন-রাতের টেস্ট ম্যাচ খেলেছে ৬টি দেশ। সেই দেশগুলি হলো অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ এবং সংযুক্ত আরব আমিরশাহি। অস্ট্রেলিয়া ৫ বার গোলাপি বলের টেস্ট আয়োজন করেছে। সংযুক্ত আরব আমিরশাহি করেছে ২ বার। বাকি দেশেরা ১বার করে গোলাপি বলের টেস্ট ম্যাচের আয়োজন করেছে।