Monday, June 16, 2025
Latestখেলা

বিমানবন্দরে ‘মহারাজে’র সঙ্গে ভক্তদের সেলফি, ঝড় তুলল সোশ্যাল মিডিয়ায়

বেঙ্গালুরু: বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় বেঙ্গালুরু বিমানবন্দরে ভক্তদের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সৌরভের একটা সেলফিই ঝড় তুললো সোশ্যাল মিডিয়ায়। দাদার সেই ছবি দেখে আপ্লুত ভক্তকুল। ফের একবার প্রমাণিত হল মহারাজের জনপ্রিয়তায় আজও এক ফোঁটা ভাটা পড়েনি। বোর্ডের সভাপতি হিসেবে আসমুদ্র হিমাচলের ভালোবাসা আর আস্থা রয়েছে তাঁর ওপরে।

টুইটারে ওই সেলফি পোস্ট করে সৌরভ গঙ্গোপাধ্যায় লেখেন, বেঙ্গালুরু বিমানবন্দরে চেক করার সময়। মানুষের এই ভালোবাসার কাছে আমি কৃতজ্ঞ।


সেলফিতে দেখা যাচ্ছে, সৌরভকে ঘিরে রয়েছেন নিরাপত্তা কর্মী ও তাঁর ভক্তরা। সৌরভ বেঙ্গালুরুতে যান তাঁর একদা সতীর্থ ও বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়ের সঙ্গে দেখা করতে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির পরিকাঠামোকে নতুন চেহারা দেওয়ার বিষয়ে বিস্তৃত আলোচনা হয় তাঁদের মধ্যে।

বেঙ্গালুরুর কেম্পেগৌড়া‌ আন্তর্জাতিক বিমানবন্দরের ঠিক পাশেই হবে নয়া অ্যাকাডেমি। যার জন্য় ইতিমধ্য়েই কর্ণাটক সরকারের থেকে বোর্ড ৪০ একর জমি নেওয়া হয়েছে। এটাই হবে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্স। এখানে তিনটি মাঠ থাকবে। থাকবে ইনডোর নেট, প্রশাসনিক ভবন এবং হোস্টেল।