অধিনায়ক হওয়ার পর যে ব্লেজার পরেছিলেন সেটি পরেই দায়িত্ব নিলেন সৌরভ
মুম্বাই: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বুধবার বিসিসিআইয়ের ৩৯তম প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে নিলেন। গত ৬৫ বছরে সৌরভই প্রথম ক্রিকেটার যিনি বিসিসিআইয়ের সভাপতি হলেন। শুরুতেই তিনি জানিয়ে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলির পাশে থাকার কথা। বিসিসিআইয়ের সর্ব কনিষ্ঠ সভাপতি হলেন সৌরভ। একই সঙ্গে স্বাধীন ভারতে এই প্রথম কোনও ক্রিকেটার বসলেন বিসিসিআইয়ের মসনদে।
প্রথম দিনেই দায়িত্ব নিয়ে নিজেকে সম্মানিত মনে করলেন সৌরভ। বুধবার বোর্ডের মিটিংয়ে সৌরভ হাজির ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের ব্লেজার পরেই। বোর্ড সভাপতির দায়িত্ব নিলেন সেই ব্লেজার গায়ে পরে যা অধিনায়ক হওয়ার পর তাঁকে দেওয়া হয়েছিল। সৌরভ বলেন, ১৯ বছর আগে আমি যখন ভারতীয় দলের অধিনায়ক হয়েছিলাম তখন আমি এই ব্লেজার পেয়েছিলাম। আজ এটা পরতে মন চেয়েছিল। কিন্তু আমি বুঝতে পারিনি এটা এতটা ঢিলে হয়ে যাবে।
#WATCH Sourav Ganguly while addressing media after taking charge as the President of Board of Control for Cricket (BCCI) in Mumbai: I got this (blazer) when I was the Captain of India. So, I decided to wear it today. But, I didn’t realize it’s so loose. pic.twitter.com/FgwYmfsyO8
— ANI (@ANI) October 23, 2019
৪৭ বছরের প্রাক্তন ভারত অধিনায়ক যেভাবে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করেছিলেন ঠিক সেভাবেই ভারতীয় ক্রিকেটের প্রশাসনকেও চালাতে চান। সৌরভ বলেন, বিশ্বস্ততার সঙ্গে কোনও আপোষ করা হবে না, দুর্নীতিমুক্ত এবং বিসিসিআই সবার জন্য, ঠিক যেভাবে আমি ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছি।
সৌরভ বলেন, আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেটারদের জীবনকে স্বাভাবিক করা। আমি যখন অধিনায়ক ছিলাম আর জগমোহন ডালমিয়া সভাপতি ছিলেন, তখন আমার মনে পরে না আমরা কিছু চেয়েছি আর তিনি সেটা দেননি। প্রসঙ্গত, মাত্র ১০ মাসের জন্য বিসিসিআইয়ের সভাপতি পদে থাকতে পারবেন সৌরভ। লোধার নিয়ম অনুযায়ী, সৌরভের মেয়াদ আর মাত্র ১০ মাস। তারপর ৩ বছরের কুলিং অফে যেতে হবে তাঁকে।