Tuesday, March 25, 2025
Latestখেলা

ইমরান খানকে কটাক্ষ সৌরভের, সহবাগ-ভাজ্জি-শামির পরে এবার আসরে মহারাজ

কলকাতা: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তৃতায় পারমানবিক যুদ্ধের প্রসঙ্গ টেনে পরোক্ষ ভাবে ভারতকে ধ্বংসের হুঁশিয়ারি দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের বক্তব্যে তীব্র নিন্দা জানায় গোটা বিশ্ব। পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেট অধিনায়কের এহেন মন্তব্যের সমালোচনায় সরব হন বীরেন্দ্র শেওয়াগ, গৌতম গম্ভীর, হরভজন সিং, মহম্মদ শামি। এবার রাষ্ট্রপুঞ্জে ইমরান খানের বক্ত‌ৃতার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। রাষ্ট্রপুঞ্জের  পাক প্রধানমন্ত্রী যে সুরে বক্তব্য রেখেছেন তা ‘জঘন্য’ এবং ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন মহারাজ।

রাষ্ট্রপুঞ্জে ‘উস্কানিমূলক’ বক্তব্যের পর এক অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ইমরান খান। সেই অনুষ্ঠানের পরিচালকও ইমরান খানকে রীতিমতো ভর্ৎসনা করে বলেন, ইমরান খানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী মনে হয় না। সেই অনুষ্ঠানের ভিডিও নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন বীরেন্দ্র সহবাগ। আক্ষেপের সুরে লেখেন, এই মানুষটিকে দেখে মনে হচ্ছে, প্রতিদিন নিজেকে অসম্মানিত করার নিত্য় নতুন উপায় বার করছেন।

বীরুর সেই টুইট শেয়ার করে আসরে নামেন ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। পাক প্রধানমন্ত্রীর উদ্দেশ্য়ে মহারাজ লিখলেন, বীরু, আমি এই ভিডিও যতই দেখছি, ততই অবাক হচ্ছি। এমন বক্তৃতা সাধারণত শোনা যায় না। বিশ্বে শান্তির প্রয়োজন। দেশ হিসেবে পাকিস্তানের এটা সর্বাগ্রে প্রয়োজন। এবং যে নেতা ভুলভাল কথা বলে চলেছেন, তাঁকে ক্রিকেটার হিসেবে এই বিশ্ব চেনে না। রাষ্ট্রপুঞ্জের বক্তৃতা ভীষণই দুর্বল ছিল।


এর আগে মহম্মদ শামি পাক প্রধানমন্ত্রীকে আক্রমণ করে লিখেছিলেন, ভালোবাসা, সৌভ্রাতৃত্ব বোধ, শান্তির বাণী আজীবন প্রচার করে গিয়েছেন মহাত্মা গান্ধী। রাষ্ট্রপুঞ্জে ইমরান খান হুমকি এবং ঘৃণার বার্তা দিয়েছেন। আসলে পাকিস্তানের এমন এক নেতার প্রয়োজন যিনি যুদ্ধ এবং সন্ত্রাসবাদের পরিবর্তে উন্নতি, চাকরি, আর্থিক বৃদ্ধির কথা বলবেন।

হরভজন সিং টুইটে বলেন, রাষ্ট্রপুঞ্জে দেওয়া ইমরান খানের বক্তব্য সম্ভাব্য পরমাণু যুদ্ধের ইঙ্গিত ছিল। উনি রক্তস্নান করতে চেয়েছেন ও শেষ পর্যন্ত লড়ার বার্তা দিয়েছেন। এতে দু’দেশের মধ্যে শুধু হিংসাই বাড়বে। উনি শান্তির বার্তা দিক, একজন ক্রীড়াবিদ হিসাবে এটাই আমার প্রত্যাশা।