Monday, June 16, 2025
Latestখেলা

আনুষ্ঠানিকভাবে বিসিসিআই সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সৌরভ

মুম্বাই: প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায় বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ দায়িত্ব নিলেন বিসিসিআই সচিবের। প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের ছোটট ভাই অরুণ ধুমল কোষাধ্য়ক্ষ হিসেবে দায়িত্ব নিলেন। কেরলের জয়েশ জর্জ হলেন যুগ্মসচিব।

বুধবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। বিসিসিআইয়ের ৩৯তম প্রেসিডেন্ট হলেন সৌরভ। আগামী ৯মাস অর্থাৎ ২০২০-র সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় ক্রিকেটের মসনদে থাকবেন ৪৭ বছরের সৌরভ। বিসিসিআই টুইটারে সৌরভের নয়া ইনিংসের ছবি পোস্ট করেছে।

সৌরভ ‘দাদা’র হাতে সময়টা যদিও খুবই কম। তার মধ্যেই ভারতীয় ক্রিকেটের সমস্যাগুলো সমাধান করতে হবে তাঁকে। ঠিক যেভাবে নানা সমস্যায় জর্জরিত একটা দলের অধিনায়কত্ব নিয়ে বদলে দিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, গত সপ্তাহে বোর্ডের নাটকীয়তার মধ্যে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল সৌরভের। প্রথমে ব্রিজেশ প্য়াটেলের নাম ঠিক হলেও পরে জানা যায় সৌরভই বোর্ডের প্রেসিডেন্ট হতে চলেছেন। আর আজ বাস্তবে সেটাই হল।