Monday, November 17, 2025
খেলা

আইসিসির চেয়ারম্যান পদে সৌরভের মত দক্ষ ও শক্তিশালী ব্যক্তিত্বের প্রয়োজন: অভিষেক ডালমিয়া

কলকাতা: শশাঙ্ক মনোহরের পর আইসিসির পরবর্তী চেয়ারম্যান পদে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কেই দেখতে চান ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) সভাপতি অভিষেক ডালমিয়া। তবে শুধু ডালমিয়াই নয়, ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ডেভিড গাওয়ার, শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক কুমার সাঙ্গাকারা, দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রেম স্মিথের মতে, সৌরভ গঙ্গোপাধ্যায়ই ICC চেয়ারম্যান হওয়ার জন্য একদম পারফেক্ট ব্যক্তি।

অভিষেক ডালমিয়া বলেন, ভারত থেকে কারও আইসিসির চেয়ারম্যান হওয়া খুবই গুরুত্বপূর্ণ। অতিমারি করোনার কারণে বিশ্ব ক্রিকেটে একটি কঠিন সময় চলছে। একটা শূন্যতা তৈরি হয়েছে। ক্রিকেটের অস্তিত্ব রক্ষায় আইসিসির এখন একজন শক্তিশালী নেতৃত্বের প্রয়োজন। আমি মনে করি, সৌরভের নেতৃত্ব দেওয়ার সহজাত ক্ষমতা এই পদের যোগ্য।

সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া মনে করেন, শশাঙ্ক মনোহরের পর কোনও ভারতীয়েরই ওই পদে বসা উচিত। আর সেই ব্যক্তি যদি সৌরভ গঙ্গোপাধ্যায় হন, তবে বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপট পরিবর্তন হতে বাধ্য।

উল্লেখ্য, গত মার্চে কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনার জেরে সেই ম্যাচ স্থগিত হয়ে যায়। সেই শূন্যস্থান পূরণের জন্য বিসিসিআইয়ের কাছে ইডেনে অন্তত একটি টেস্ট ম্যাচের দাবি জানিয়েছেন অভিষেক ডালমিয়া।