লোকসভা অধিবেশনের মাঝে অসুস্থ সৌগত রায়, ভর্তি হাসপাতালে
কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় লোকসভা অধিবেশনের মাঝে আচমকা অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে দ্রুত দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোকসভা অধিবেশনের সময়েই হঠাৎ অসুস্থতা বোধ করেন তিনি। সূত্রের খবর অনুযায়ী, লোকসভা থেকে বেরিয়ে হাঁটছিলেন সৌগত রায়। সেই সময় হঠাৎ তাঁর কোমরে তীব্র যন্ত্রণা শুরু হয়। তাঁর সঙ্গে থাকা সহকর্মী সাংসদরা দ্রুত হুইলচেয়ারের ব্যবস্থা করেন এবং তাঁকে গাড়ি পর্যন্ত নিয়ে যান।
অধিবেশনের বিতর্কের পরেই অসুস্থতা
সোমবারও সৌগত রায় সংসদের প্রথমার্ধে ‘ভূতুড়ে ভোটার’ ইস্যুতে বিতর্কে অংশ নিয়েছিলেন। তিনি অভিযোগ করেন, ভূতুড়ে ভোটার সমস্যা কেবল বাংলার নয়, বিভিন্ন রাজ্যের ক্ষেত্রেও এটি একটি বড় সমস্যা। এই প্রসঙ্গে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও তৃণমূলের অবস্থানকে সমর্থন করেন। তবে বিতর্কের কিছুক্ষণের মধ্যেই বিকেলে সৌগত রায় অসুস্থ বোধ করতে থাকেন। কোমরের যন্ত্রণা ক্রমশ বেড়ে যাওয়ায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।
হাসপাতালে পর্যবেক্ষণে সাংসদ
অসুস্থতার খবর পেয়েই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিতে থাকেন। বর্তমানে রাম মনোহর লোহিয়া হাসপাতালের আইসিইউ-তে সৌগত রায়ের একাধিক শারীরিক পরীক্ষা করা হয়েছে। আপাতত তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে ঠিক কী কারণে এই অসুস্থতা, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
রাজনৈতিক মহলে উদ্বেগ
সৌগত রায়ের আকস্মিক অসুস্থতার খবরে রাজনৈতিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তৃণমূলের অন্যতম প্রবীণ এবং অভিজ্ঞ সাংসদ হিসেবে তিনি বরাবরই সংসদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন সহকর্মী এবং সমর্থকরা।