কেরলে আটকে পড়া ১৭৭ জন মহিলা শ্রমিককে বিমানে করে ওড়িশায় ফেরালেন সোনু সুদ
মুম্বাই: পর্দায় তিনি খলনায়কের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে তিনি যেন রবিনহুড! গোটা দেশের কাছে তিনি এখন রিয়েল হিরো৷ নেটিজেনরা সোনু সুদের নাম রেখেছে ইন্ডিয়ান সুপারহিরো। বিহারে এক অঞ্চলের এলাকাবাসী ঠিক করেই ফেলেছেন সোনু সুদের নামে মূর্তি তৈরি করবেন। যদিও সোনু তা জানতে পেরে সেই টাকা গরীবদের কল্যাণে ব্যয় করতে বলেছেন।
এবার সোনু সুদ কেরলে আটকে পড়া ১৭৭ জন মহিলাকে বিমানে করে ওড়িশায় ফেরালেন৷ জানা যায়, ওই ১৭৭ জন মহিলা কেরলে সেলাইয়ের কাজ করতেন। দেশজুড়ে চলা লকডাউনের জেরে কেরলের এরনাকুলামে আটকে পড়েছিলেন তাঁরা। সেখানকার স্থানীয় একটি কারখানায় সেলাইয়ের কাজ করতেন তাঁরা। লকডাউনের পরই বন্ধ হয়ে যায় কারখানা। যার ফলে তাঁদের থাকা-খাওয়ার অসুবিধা দেখা দেয়।
তাঁদের দুর্দশার খবর পেয়ে সাহায্যের হাত বাড়ালেন সোনু সুদ। কোচি এবং ভুবনেশ্বর বিমানবন্দর যাতে ব্যবহার করা যায় তা নিশ্চিত করতে রাজ্য সরকারের সঙ্গেও কথা বলেন। একটি বিশেষ বিমানে কোচি থেকে অসহায় ওই ১৭৭ জন মহিলাকে এয়ার লিফ্ট করে ভুবনেশ্বর নিয়ে যায়। ভুবনেশ্বর বিমানবন্দর থেকে তাঁদের গ্রামে পৌঁছাতে সময় লেগেছে প্রায় ২ ঘন্টা।
রাজ্য সরকারের তরফে অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, গ্রামে পৌঁছেই তাঁদের প্রত্যেককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। উল্লেখ্য, বিভিন্ন রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিককে সুরক্ষিতভাবে ঘরে ফিরিয়েছেন সোনু। ইতিমধ্যেই ১২ হাজারের বেশি পরিযায়ী শ্রমিক বাড়ি পৌঁছে দিয়েছেন তিনি। তবে শুধু যাতায়াতই নয় পথে তাঁদের খাবার-জল সবকিছুরই ব্যবস্থা করছেন তিনি। গোটা প্রক্রিয়ার তদারকিও করছেন নিজে দাঁড়িয়ে থেকে।