Thursday, November 13, 2025
দেশ

দিনভর জল্পনা, শোরগোল, নাটকই সার! কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীই

নয়াদিল্লি: সোমবার প্রায় সাত ঘণ্টা ধরে বৈঠক চলল। তাতে ‘মান-অভিমান’-এর অবসান হল। দিনের শেষে সিদ্ধান্ত হল, সোনিয়া গান্ধীই আপাতত দলের অন্তর্বর্তীকালীন সভাপতি থাকছেন। উল্লেখ্য, এদিন শুরুতেই দায়িত্ব থেকে ‘অব্যাহতি’-র আর্জি জানিয়েও ইস্তফা দেননি তিনি।

কংগ্রেস সুত্রে খবর, সোনিয়াকেই অন্তর্বর্তীকালীন সভানেত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে হবে। তিনি পদত্যাগ করতে চাইলেও, তা গ্রহণ করবে না দল। এবং আগামী ছ’মাসের মধ্যে অধিবেশন ডাকা হবে, সেই পর্যন্ত দলের দায়িত্বভার সামলাবেন তিনিই।

কংগ্রেসের রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদ জানান, কংগ্রেস ওয়ার্কিং কমিটি বা বাইরে কোথাও রাহুল গান্ধী বলেননি যে বিজেপির সঙ্গে আঁতাত করে সোনিয়া গান্ধীকে চিঠি লেখা হয়েছে।

উল্লেখ্য, ‘বিজেপির সঙ্গে হাত মিলিয়ে চিঠি লেখা হয়েছে।’ রাহুল গান্ধীর এমনই ‘মন্তব্য’ ছড়িয়ে পড়েছিল। এ প্রসঙ্গে কংগ্রেসের জাতীয় মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা বলেন, এরকম কোনও মন্তব্য করেননি রাহুল গান্ধী। সংবাদমাধ্যমের ভুয়ো তথ্যে দয়া করে বিভ্রান্ত হবেন না।

কপিল সিব্বল, গুলাম নবি আজাদ এদিন বিবৃতি দিয়ে স্পষ্ট করে দিলেন তাঁরা রাহুল তথা গান্ধীদের সঙ্গেই আছেন। গুলাম নবি আজাদ জানান, বিজেপিকে সাহায্য করার জন্য বা তাদের হয়ে সেই চিঠি পাঠিয়েছিলেন বলে যদি প্রমাণিত হয়, তাহলে তিনি ইস্তফা দিতে প্রস্তুত। পাশাপাশি, এদিনের বৈঠকে সোনিয়া গান্ধীর ভূয়সী প্রশংসা করেন গুলাম নবি আদাজ।