মধ্যপ্রদেশে কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব নিয়ে বৈঠক করলেন সোনিয়া-কমলনাথ
নয়াদিল্লি: কংগ্রেসের অন্তর্বর্তী সভাপতি সোনিয়া গান্ধী শনিবার দেখা করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের সঙ্গে। মধ্যপ্রদেশে কংগ্রেসের ভিতর অন্তর্দ্বন্দ্ব প্রসঙ্গে আলোচনা করেন তাঁরা। শনিবার সন্ধ্যায় কমল নাথে সোনিয়ার বাসভবনে যান। এরপর দু’জনের মধ্যে প্রায় এক ঘণ্টা আলোচনা হয়।
বৈঠকের পরে কমল নাথ সংবাদমাধ্যমকে জানান, আমি সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছি। তিনি মধ্যপ্রদেশে দলের মধ্যে বিশৃঙ্খলা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
গত ১০ দিনে এটি সোনিয়ার সঙ্গে কমল নাথের দ্বিতীয় বৈঠক। ৩০ আগস্ট সোনিয়ার সঙ্গে সাক্ষাতের পর কমল নাথ জানান, লোকসভা নির্বাচনের পরেই দলের একজন নতুন রাজ্য সভাপতি দরকার ছিল। তিনি বলেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রেগে গেছে এটা বলা ভুল।
কংগ্রেস সূত্রে খবর, কংগ্রেস নেতাদের থেকে নতুন রাজ্য সভাপতি সংক্রান্ত মতামত নিচ্ছেন সোনিয়া। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে। কংগ্রেসের মধ্যে অন্তর্দ্বন্দ্বের মধ্যেই দাবিও উঠতে শুরু করেছে সিন্ধিয়াকে দলের রাজ্য সভাপতি করা হোক।
সোনিয়া এই বিষয়ে ১০ দিনের মধ্যে রিপোর্ট জানতে চেয়েছেন রাজ্য সংগঠনের দায়িত্বে থাকা দীপক বাবরিয়ার থেকে। তবে মনে করা হচ্ছে, সিন্ধিয়াকে রাজ্য সভাপতি করার ব্যাপারে আপত্তি জানাবেন দিগ্বিজয় সিংহ।