Thursday, June 19, 2025
Latestদেশ

CAA ও NRC বিরোধী বৈঠকে নেই মমতা-মায়াবতী-শিবসেনা-কেজরিওয়াল

নয়াদিল্লি: সংশোধিত নাগরিকত্ব আইন (CAA) ও জাতীয় নাগরিক পঞ্জির (NRC) প্রতিবাদে পরবর্তী রণকৌশল তৈরি করতে সোমবার দিল্লিতে বৈঠকে বসে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। তবে এই বৈঠকে দেখা গেল না তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী, আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে।

জানা গিয়েছে, আপকে এই বৈঠকে ডাকাই হয়নি। আসেনি শিবসেনার কোনও প্রতিনিধিও। মোট ১৯টি বিরোধী দলের উপস্থিতিতেই বৈঠক করলেন সোনিয়া-রাহুল-মনমোহনরা। বৈঠকে আসেনি ডিএমকে ও বিএসপিও কোনও প্রতিনিধিও। কংগ্রেস কার্যনির্বাহী সভানেত্রী সনিয়া গান্ধী আহ্বান জানান এই বৈঠকের।

এদিন বৈঠক শেষে রাহুল গান্ধী বলেন, দমন-পীড়ন, বিভাজনের রাজনীতি করছে মোদী সরকার। সাহস থাকলে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে গিয়ে ছাত্রদের জবাব দিন, কেন দেশের অর্থনীতির এই অবস্থা।


প্রসঙ্গত, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়ে দিয়েছিলেন, ১৩ জানুয়ারির বিরোধী দলগুলির বৈঠকে উপস্থিত থাকবেন না তিনি। সিএএ ও এনআরসির বিরুদ্ধে তিনি একাই লড়াই করবেন।

এদিকে, মমতাকে কটাক্ষ করে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, মমতার আসল চেহারা উঠে আসুক। মোদীর জন্য সময় বের করেন মমতা। সাম্প্রদায়িকতা বিরোধের সময় নেই। আসলে মোদীকে দরকার মমতার। সাম্প্রদায়িকতা বিরোধী জোট চান না মমতা।