Tuesday, March 25, 2025
দেশ

কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি নির্বাচিত হলেন সোনিয়া গান্ধী

নয়াদিল্লি: দীর্ঘক্ষণ ধরে বৈঠক হল। কিন্তু শেষ পর্যন্ত সভাপতি হিসাবে নতুন কাউকে বেছে নিতে পারলো না কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা। আপাতত সোনিয়া গান্ধীকেই কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি হিসাবে নির্বাচিত করল কংগ্রেস ওয়ার্কিং কমিটি।

লোকসভা ভোটে কংগ্রেসের বিপর্যয়ের পর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন রাহুল গান্ধী। এরপরই অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে সোনিয়া গান্ধীকে বেছে নেয় ওয়ার্কিং কমিটি। তা স্বীকার করে নেন সোনিয়া গান্ধী।


২০১৯ লোকসভা নির্বাচনে কংগ্রেস কেবল ৫২ টি আসনই জিততে সক্ষম হয়েছিল। ২০১৪ সালের নির্বাচনে জেতা  ৪৪ টি আসনের তুলনায় সামান্য আসন বৃদ্ধি হয় কংগ্রেসের।

সকাল ১১টা থেকে শুরু হয়েছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সন্ধ্যায় ফের বৈঠকে যোগ দেন সোনিয়া গান্ধী। রাহুলকেই আরো একবার দলের হাল ধরার জন্য আবেদন করতে থাকেন নেতারা। কিন্তু, নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন তিনি। তাই সোনিয়া গান্ধীর দ্বারস্থ হন কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যরা। জানা গিয়েছে, রাহুলের পরিবর্ত না পাওয়া পর্যন্ত সনিয়াই কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাবেন।