Friday, April 26, 2024
আন্তর্জাতিক

সাহারা মরুভূমিতে তুষারপাত

সব সময় ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে সেখানকার তাপমাত্রা থাকে। অথচ সোনালি বালুর ওপর সেখানেই এখন বরফ পড়ছে। কেবল বরফ পড়ছে না, চারিদিকে বরফে ঢেকে গেছে। সম্প্রতি তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় তুষার স্পর্শের সুযোগ পায় সাহারা মরুভূমি অধ্যুষিত আলজেরিয়ার আইন সেফ্রা শহরের অধিবাসীরা।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, গত রবিবার ১৫ ইঞ্চি তুষারপাত হয়েছে সাহারা মরুভূমির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে। মরুভূমি ও অ্যাটলাস পর্বতমালার মাঝামাঝি অবস্থান করা এই শহরে তুষারপাত অবশ্য নতুন নয়। এর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি সেখানে তুষার পড়েছিল। ২০১৬ সালেও বরফ পড়েছিল।

২০১৭ সালের পর আবার ২০১৮ সালেও বরফ পড়ছে সেখানে। তুষার পড়া দেখে ওই এলাকার বাসিন্দারা আনন্দে আত্মহারা হয়ে পড়েছেন। তুষারপাতের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন আইন সেফ্রা’র বাসিন্দারা। মরুভূমির কিছু কিছু স্থানে বরফ জমাট বেঁধে থাকতে দেখা যায়। অনেকেই বিস্ময়কর এ ঘটনার ছবি তুলে রাখেন। ছবিতে ফুটে উঠে, লালচে বালির মধ্যে সাদা তুষারপাতের নৈসর্গিক সৌন্দর্য।