Tuesday, June 24, 2025
বিনোদন

দেশের ‘প্রকৃত হিরো’ সোনু সুদকে কুর্নিশ জানালেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

নয়াদিল্লি: করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক তারকাই। তবে সাম্প্রতিক সময়ে বলিউডের তাবড় তাবড় তারকাদের ছাপিয়ে গিয়েছেন বলিউড তারকা সোনু সুদ। এখনও অবধি নিজ দায়িত্বেই সোনু সুদ প্রায় ১২ হাজার পরিযায়ী শ্রমিককে বাড়ি পাঠিয়েছেন। এছাড়া যে কেউ যোগাযোগ করতে পারছেন তাঁর সঙ্গে। রবিবার তাঁর এক টুইট বার্তায় কথোপকথন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে।

এবার পরিযায়ী শ্রমিকদের সুপারম্যান সোনু সুদের প্রশংসায় পঞ্চমুখ হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। গত রবিবার পরিযায়ী শ্রমিক বা ভিন রাজ্যে আটকে পড়া মানুষের উদ্দেশে সোনু সুদ টুইটে বলেছিলেন, হেঁটে কেন যাবে বন্ধু, আমাকে নম্বর পাঠাও। আমি তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি। লাগলে বলবেন।

সেই টুইটটি রিটুইট করে স্মৃতি ইরানি লেখেন, সহকর্মী হিসেবে তোমাকে প্রায় দু’দশকের বেশি সময় ধরে চিনি। অভিনেতা হিসেবে তোমার উত্থানকে আমি উপভোগ করেছি। কিন্তু এই কঠিন সময়ে তোমার যে দয়ালু মন সবার সামনে এসেছে, তার জন্যে আজ আরও বেশি গর্বিত। অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্যে অসংখ্য ধন্যবাদ।


সোনু সুদ প্রথম দায়িত্ব নিয়ে বাড়ি পাঠান কর্ণাটকের শ্রমিকদের। সেবার ৩৫০ শ্রমিককে পাঠাতে লেগেছিল ১০টা বাস। এরপরেই মুম্বাই থেকে পরিযায়ী শ্রমিকদের উত্তরপ্রদেশে নিজের ঘরে ফেরানোর অভিযান শুরু হয়। ধাপে ধাপে ফিরিয়েছেন বিহার-ঝাড়খণ্ডের বহু শ্রমিককেও। তবে শুধু যাতায়াতই নয়, পরিযায়ী শ্রমিকদের খাবার জল সবকিছুর ব্যবস্থা করছেন অভিনেতা। গোটা প্রক্রিয়ার তদারকিও করছেন নিজে দাঁড়িয়ে থেকে।

রিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার জন্য বাসের ব্যবস্থা করায় সোনু সুদকে ধন্যবাদ জানিয়েছেন এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের মন্ত্রী জয়ন্ত পাতিলও।  টুইটে তিনি বলেছেন, সোনুর মতো মানুষরাই দেশের প্রকৃত হিরো।