Sunday, September 15, 2024
দেশ

নিজের সোশ্যাল অ্যাকাউন্টে কেন এমন ছবি পোস্ট করলেন স্মৃতি ইরানি?

নয়াদিল্লি: চেয়ারে বসা মহিলার চোখ আধবোজা। দড়ি দিয়ে আষ্টেপৃষ্ঠে বাঁধা চেয়ারের সঙ্গে। মুখ বাঁধা কাপড়ের টুকরো দিয়ে। নিজের এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। যা নিয়ে ফের বিতর্ক শুরু হয়েছে। এই ছবিটি তাঁর অভিনীত ধারাবাহিক ‘কিউকি সাঁস ভি কভি বহু থি’-র।

হঠাৎ করে কেন এমন ছবি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করতে হল স্মৃতিকে। নিচে লেখা আছে আবার ‘হম বোলেগা তো বোলোগে কি বোলতা হ্যায়’। আসলে শবরীমালা নিয়ে বেফাঁস মন্তব্য করার পর এ বার মুখ বন্ধ রাখারই সিদ্ধান্ত নিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। মুখ ফুটে না বললেও ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। ক্যাপশনে কিশোর কুমারের একটি গানের কথা লিখেছেন তিনি। ‘হাম বোলেগা তো বোলোগে কি বোলতা হ্যয়’- কিশোর কুমারের বিখ্যাত সেই গান।

 

View this post on Instagram

 

#hum bolega to bologe ki bolta hai… ???‍♀️

A post shared by Smriti Irani (@smritiiraniofficial) on


অর্থাৎ আমি কথা বললেই সকলে বলবেন বেফাঁস কথা। ইনস্টাগ্রামে স্মৃতির সেই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গেই পোস্টে কমপক্ষে ১২০০০ এরও বেশি লাইক পড়ে গিয়েছে। শুধু তাই নয়। কমেন্টেরও বন্যা বয়ে গিয়েছে। এর সেই সব কমেন্টে জুড়ে স্মৃতিকে সাধুবাদই জানিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, খুব ভালো লেগেছে! অনেক ভালোবাসা। কেউ আবার লিখেছেন, এমন বিনয়ী ভাবেকে কুর্নিশ।

শবরীমালায় মহিলাদের প্রবেশ নিয়ে প্রশ্ন করা হলে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে নিজের মত জানিয়েছিলেন এই কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আমি কথা বলতে পারি না। কারণ আমি নিজে কেন্দ্রীয় মন্ত্রী। কিন্তু এটা তো সাধারণ বুদ্ধির ব্যাপার। আপনি কি ঋতুস্রাবের রক্তে ভেজা ন্যাপকিন নিয়ে বন্ধুর বাড়িতে যান? যান না। তা হলে আপনি কি ঈশ্বরের ঘরে ঢোকার সময়ে এমন কাজ করবেন?