Tuesday, March 25, 2025
দেশ

বিপদ বুঝেই ওয়াইনাড, কংগ্রেসের গড় আমেঠিতে রাহুলকে হারিয়ে ইতিহাস গড়লেন স্মৃতি

আমেঠি: লোকসভা ভোটের আগে ঠিকই আশঙ্কা করেছিল কংগ্রেস। আমেঠিতে চুরমার কংগ্রেস দুর্গ। দ্বিতীয়বারের চেষ্টায় আমেঠিতে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে হারালেন বিজেপির স্মৃতি ইরানি।

জয়ের খবর পেয়ে এদিন স্মৃতি ইরানি দুষ্মন্ত কুমারের একটি গজল থেকে উদ্ধৃতি দিয়ে টুইটারে লেখেন, কে বলে আকাশে ছিদ্র করা যাবে না! সেটাই করে দেখালেন স্মৃতি ইরানি। ২০১৪ এর লোকসভা ভোটে ১ লাখেরও বেশি ভোটে হেরেছিলেন স্মৃতি। এবার তা পূরণ করে জয় তুলে নিলেন।


অবস্থা বেগতিক দেখে রাহুল গান্ধীকে কেরলের ওয়াইনাড থেকে দাঁড় করিয়েছিল কংগ্রেস। ২০১৪ লোকসভা নির্বাচনের সময় স্মৃতি ইরানিকে হারের মুখোমুখি হতে হয়েছিল। কিন্তু উনি হার না মেনে লড়াই চালিয়ে যান। যার ফল আজ উনি পেয়েছেন। সাংবাদিক সম্মেলন করে স্মৃতিকে স্বাগত জানিয়ে হারের কথা স্বীকার করে নিলেন রাহুল।

স্মৃতি ইরানি লাগাতার আমেঠিতে কাজ করছেন। অন্যদিকে রাহুল গান্ধী সাংসদ হয়েও আমেঠিতে কোনো কাজ করেনি। হয়তবা গান্ধী পরিবারের রাজা হওয়ার অহংকারে আমেঠিতে কাজ করেননি! নির্বাচন সামনে এলে, কংগ্রেসের কার্যকর্তারা গ্রাউন্ড রিপোর্ট দেন যে তিনি হেরে যাবেন। এটা শুনেই রাহুল গান্ধী মুসলিম বহুল এলাকা ওয়াইনাড থেকে নির্বাচনে লড়েন।