Sunday, June 22, 2025
Latestখেলা

মেয়েকে আরতি করতে দেখে রাগে টিভি ভেঙেছিলেন শাহিদ আফ্রিদি

ইসলামাবাদ: পাকিস্তানি হিন্দু ক্রিকেটার দানেশ কানেরিয়ার প্রতি বৈষম্যমূলক আচরণ নিয়ে উত্তাল ক্রিকেট বিশ্ব। এবার  বিতর্ক আরও বাড়িয়ে দিলেন শাহিদ আফ্রিদি। সম্প্রতি একটি ভিডিও ক্লিপিং ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে আফ্রিদিকে বলতে শোনা যাচ্ছে, মেয়ে আরতি করছে দেখে রাগে দেওয়ালে আছড়ে টিভি ভেঙেছিলেন তিনি। এক পাকিস্তানি টিভি চ্যানেলের সাক্ষাৎকারের সময়ে এহেন কুৎসিত মন্তব্য করেন শাহিদ আফ্রিদি।

এক পাকিস্তানি টিভি চ্যানেলে সাক্ষাৎকারের সময় আফ্রিদি বলেন, তাঁর স্ত্রী টিভি দেখতে ভীষণ ভালোবাসেন। আফ্রিদি বারবার বলেন, টিভি কম দেখতে এবং পরামর্শ দেন বাচ্চাদের সামনে যেন মোটেই টিভি না দেখেন। একদিন এমন হয় আফ্রিদি বাড়ি ঢুকে দেখেন তাঁর দুই মেয়ের কেউ একজন টিভি দেখেছেন এবং টিভিতে ভারতীয় সিরিয়াল দেখতে দেখতে হাত ঘুরিয়ে ঘুরিয়ে থালা হাতে যেভাবে আরতি করে সেভাবে আরতি করেছেন।


তবে এই কথা বলতে গিয়ে আরতি শব্দটিও আফ্রিদি ব্যবহার করেননি, হাতে ঘুরিয়ে ইয়ার্কি করে দেখান এইভাবে করে যেটা। আফ্রিদি বলেন, তাঁর মেয়ে হিন্দি সিরিয়াল দেখে হিন্দুদের ধর্মীয় আচার পালন করছে দেখে তিনি টেলিভিশনের সেটটিই ভেঙে দেন। একথা বলার পর হল রুম করতালিতে ফেটে পড়ে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে অত্যন্ত কুৎসিত মন্তব্যের সাথে ভারতীয় সংস্কৃতিকে নিয়ে কার্যত খিল্লি করছেন আফ্রিদি। পাশাপাশি, ভীষণভাবে অসম্মান করেছেন হিন্দু আচারকে।