Tuesday, March 25, 2025
Latestদেশ

২ অক্টোবর থেকে প্লাস্টিকজাত পণ্যের উৎপাদন, ব্যবহার ও আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ

নয়াদিল্লি: ২০২২ সালের মধ্যে প্লাস্টিকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে অক্টোবর মাস থেকে ছয়টি প্লাস্টিকজাত পণ্যের উৎপাদন, ব্যবহার ও আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ হতে যাচ্ছে। বিশ্বের সবচেয়ে দূষিত এলাকার তালিকায় থাকা ভারতের শহর ও গ্রামগুলো থেকে ‘ওয়ান-টাইম’ প্লাস্টিকপণ্য তুলে নিতে এ পদক্ষেপ বলে জানানো হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা পণ্যগুলো হচ্ছে- প্লাস্টিকের ব্যাগ, স্ট্র, প্লেট, ছোট বোতল, কাপ ও শ্যাম্পুর মতো পণ্যের ছোট প্যাকেট।

এক কর্মকর্তা বলেছেন, পণ্যগুলোর উৎপাদন, ব্যবহার এবং আমদানিও এ নিষেধাজ্ঞার আওতায় থাকছে। পরিবেশ ও গৃহায়ন মন্ত্রণালয় এ অভিযানে নেতৃত্ব দেবে। তবে জনসাধারণকে বিকল্প ব্যবস্থার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ করে দিতে প্রাথমিকভাবে ছয়মাস নিষেধাজ্ঞা লঙ্ঘনে কোনও ধরনের শাস্তি বা জরিমানার বিধান থাকছে না।

প্লাস্টিক পণ্যের দূষণ, বিশেষ করে সমুদ্রে এর প্রভাব নিয়ে বিশ্ব জুড়েই উদ্বেগ বাড়ছে। ভারতে বছরে ১ কোটি ৪০ লাখ টন প্লাস্টিক লাগে; অক্টোবর থেকে ৬টি পণ্য নিষিদ্ধ হলে তা দেশের মোট প্লাস্টিক ব্যবহারের পরিমাণ ৫ থেকে ১০ শতাংশ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে।