পাকিস্তানে শিখ সঞ্চালকের ভাইকে প্রকাশ্যে খুন
ইসলামাবাদ: শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঐতিহাসিক নানকানা সাহিব গুরুদ্বারে হামলা চালায় ক্ষিপ্ত জনতা। এক শিখ কিশোরীকে জোর করে ধর্মান্তকরণে বাধা দেওয়ার জেরে এই হামলার ঘটনা ঘটে। সেই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পেশাওয়ারে পাক টেলিভিশনের প্রথম শিখ টেলিভিশন অ্যাঙ্কর হরমিৎ সিংয়ের ভাই রবিন্দর সিংকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হল।
ঘটনায় পাকিস্তানের কড়া সমালোচনা করলেন বিজেপি মুখপাত্র সম্বিত পাত্র। তিনি বলেন, পাকিস্তানের পরিস্থিতি দেখুন। দেশ ভাগের পর পাকিস্তানের সংখ্যালঘুর সংখ্যা ২৩ শতাংশ থেকে কমে ১.৫ শতাংশে নেমে এসেছে। নানকানা সাহিবের ঘটনা ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শিখ যুবককে গুলি করে হত্যা করা হল। এই পরিস্থিতিতে ইমরান খানের কোনও অধিকার নেই কোনও কথা বলার।
India urges Pak govt to take ‘exemplary’ action against perpetrators behind Sikh youth killing in Peshawar
Read @ANI Story | https://t.co/UATCbECPIB pic.twitter.com/2tIb18n2qv
— ANI Digital (@ani_digital) January 5, 2020
অকালি দলের নেতা মনজিন্দর সিরসা লিখেছেন, পরিকল্পনা মাফিক শিখ সম্প্রদায়ের মানুষকে খুন করা হয়েছে। কারণ, শিখ এবং অন্যান্য সংখ্যালঘুকে নিরাপত্তা দিতে ব্যর্থ ইমরান খানের সরকার। এ বিষয়ে তাঁরা উদাসীন।
নানকানা সাহিবে হামলার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধীদের উদ্দেশে বলেন, যাঁরা সংশোধিত নাগরিক আইনের বিরোধিতা করছেন, নানকানা সাহিবে আক্রমণ আসলে তাঁদের মুখের উপর একটা জবাব দিয়ে দিল।