‘সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ পাকিস্তান সরকার’
নয়াদিল্লি: শুক্রবার পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত গুরু নানকের জন্মস্থান নানকানা সাহিব গুরুদ্বারে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই পাকিস্তানের প্রথম শিখ টেলিভিশন অ্যাঙ্কর হরমিৎ সিংয়ের ভাইকে প্রকাশ্যে খুন করা হল। যার ফলে ফের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়ল পাকিস্তান।
জানা গেছে, খাইবার পাকতুনখোয়া প্রদেশের সাঙ্গলা জেলায় থাকতেন রবীন্দর সিং। একটি বিয়ের অনুষ্ঠানের কেনাকাটা করতে পেশোয়ারে গিয়েছিলেন তিনি। রবীন্দরকে দিনদুপুরে গুলি খুন করে দুষ্কৃতিরা।
সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, পুলিশ জানিয়েছে, রবীন্দর সিং এর বাড়িতে ফোন করে আততায়ী। ভারত সরকার বিবৃতিতে বলেছে, টার্গেট করে পেশোয়ারে সংখ্যালঘু শিখ সম্প্রদায়কে হত্যার তীব্র নিন্দা করা হয়েছে। এটি ঘৃণ্য তাণ্ডব এবং নানকানা সাহিবের গুরুদ্বারে হামলা এবং শিখ যুবতি জগজীৎ কৌরকে অপহরণ, জোর করে ধর্মান্তরণ এবং বিয়ের ঘটনা প্রমান করে পাকিস্তান সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ।
অকালি দলের নেতা মনজিন্দর সিরসা টুইটে বলেছেন, নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্য করেই খুন করা হয়েছে। কারণ, শিখ এবং অন্যান্য সংখ্যালঘুদের প্রতি উদাসীন ইমরান খান। এরপরই তিনি সংখ্যালঘু সম্প্রদায়দের নিরাপত্তার স্বার্থে সংশোধিত নাগরিকত্ব আইন সমর্থনের আহ্বান জানান।