Sunday, March 16, 2025
Latestআন্তর্জাতিক

এক মণ্ডপে ৮০১ প্রতিমা, বৃহৎ দুর্গাপূজার আয়োজন শিকদার বাড়ির মণ্ডপে 

ঢাকা: এবারের দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের বাগেরহাটের শিকদার বাড়িতে ৮০১টি প্রতিমা তৈরি করা হয়েছে। বাংলাদেশে দুর্গাপূজাকে ভিন্নমাত্রা দেয় বাগেরহাটের শিকদার বাড়ি পূজামণ্ডপ। প্রতিবছর প্রতিমার সংখ্যার দিক দিয়ে দেশের সেরা বা বৃহত্তম মণ্ডপ তৈরি হয় শিকদার বাড়িতে। ভক্তবৃন্দ এই মণ্ডপকে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মণ্ডপ বলে দাবি করেছেন। এবার ৮০১টি প্রতিমা নিয়ে বাংলাদেশের সব থেকে বড় আয়োজন করছে শিকদার বাড়ি পূজামণ্ডপ।

শিকদার বাড়ি মণ্ডপের প্রধান ভাস্কর বিজয় কুমার বাছাড় বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা মানুষকে নতুন কিছু দেয়ার চেষ্টা করছি। এ বছর ৮০১টি প্রতিমার মাধ্যমে সৃষ্টির রহস্য তুলে ধরার চেষ্টা করছি। এর মধ্যে থাকবে মানুষ কিভাবে সৃষ্টি হয়েছে। কার্তিক, গনেশ, নারদ এরা কিভাবে জন্ম নিলেন। নারায়ণ ব্রহ্মা রূপ ও চক্র পেলেন কিভাবে ইত‌্যাদি আমরা তুলে ধরার চেষ্টা করেছি। তিনি বলেন, পুকুরের মধ্যে এবার অষ্ট সখি নিয়ে কৃষ্ণের নৌকা বিলাসের প্রতিকৃতি দেখে দর্শনার্থীরা আনন্দ পাবেন। অন্যবারের থেকে এ বছর দর্শকদের আরও বেশি ভালো লাগবে।

পুজোর চারদিন শিকদার বাড়ি পূজামণ্ডপে প্রায় ৫০ লাখ ভক্ত দর্শনার্থীর সমাগম ঘটবে। বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামে শিকদারবাড়ি। ২০১০ সাল থেকে দুলাল শিকদার নামে এক ব্যবসায়ী ২৫১ প্রতিমা নিয়ে এই পূজার আয়োজন করেন। দুলাল শিকদারের ছেলে লিটন শিকদার জানান, ২০১৬ সালে মণ্ডপে প্রতিমার সংখ্যা ছিল ৬০১টি আর ২০১৭ তে ছিল ৬৫১টি। গত বছর এই মণ্ডপে ৭০১টি প্রতিমা তৈরি করা হয়েছে, আর এবার প্রতিমার সংখ্যা ৮০১।

আয়োজক বিশিষ্ট ব্যবসায়ী লিটন শিকদার বলেন, এ বছর আমার বাবা মারা গেছেন। বাবার ইচ্ছে ছিল গেল বছরের থেকে ১০০টি প্রতিমা বেশি করা হোক। সেই অনুযায়ী বাড়িয়ে এ বছর ৮০১টি প্রতিমা তৈরি হয়েছে। গত ছয় মাস ধরেই প্রতিমা শিল্পীরা রাত-দিন পরিশ্রম করে তৈরি করেছেন ৮০১টি প্রতিমা। এসব প্রতিমায় ফুটে ওঠেছে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগের কাহিনি। রয়েছে রামায়ণ ও মহাভারতের বিভিন্ন পৌরাণিক কাহিনিও।