নাগরিকত্ব আইনের বিরোধিতার জের? সিদ্দিকুল্লাকে ভিসা দিল না বাংলাদেশ
কলকাতা: বাংলাদেশের ভিসা পেলেন না রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী তথা জামাইত উলেমা এ হিন্দ-এর রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। ২৬ থেকে ৩১ ডিসেম্বর তাঁর বাংলাদেশে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার কথা ছিল। কিন্তু, তাঁকে ভিসা দেওয়া হয়নি।
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইনের পরে ২২ ডিসেম্বর কলকাতায় এই আইনের বিরোধিতায় সভা করেছিল জমিয়েত উলেমা। ওয়াকিবহাল মহল মনে করছেন, সিদ্দিকুল্লা চৌধুরী ঢাকায় গেলে ভারত-বাংলাদেশ সম্পর্কে অবনতি হতে পারে। যার জেরেই এমন সিদ্ধান্ত বাংলাদেশের।
সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, বৃহস্পতিবারেই তাঁর বাংলাদেশ যাওয়ার কথা ছিল। সেই মত ১০ দিন আগেই ভিসার জন্য আবেদন করেছিলেন তিনি। এমনকি টিকিট ও বুক করেছিলেন। কিন্তু আচমকাই কোনও কারণ ছাড়াই ভিসা বাতিল করে দেওয়া হল।
তিনি বলেন, কেন ভিসা দেওয়া হল না, তা জানানো হয়নি। বাংলাদেশের ভিসা কর্তৃপক্ষকে ভুল বোঝানো হয়েছে। জানতে পারলাম, বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের তরফে আমার ভিসা বাতিল করা হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি মুখ্যমন্ত্রীর কাছে এই বিষয়টি তুলে ধরব।
জানা গিয়েছে, বাংলাদেশের সিলেটের মাদ্রাসায় একটি অনুষ্ঠানে যাওয়ার জন্য ভিসার আবেদন জানিয়েছিলেন সিদ্দিকুল্লা। প্রসঙ্গত বলে রাখি, সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করে সিদিকুল্লা বলেন, নাগরিকত্ব আইন প্রত্যাহার না করলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কলকাতা বিমানবন্দরেই আটকে দেওয়া হবে।