রবিবারের মধ্যে চিন্ময় কৃষ্ণদাসকে মুক্তি না দিলে সীমান্ত অবরোধের হুঁশিয়ারি শুভেন্দুর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে গ্রেফতার হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ময়দানে উত্তাপ ছড়িয়েছে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিক্ষোভ প্রদর্শন করেন। শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, রবিবারের মধ্যে কৃষ্ণদাস প্রভুকে মুক্তি না দিলে পেট্রাপোল সীমান্ত অবরোধ করা হবে।
সোমবার বিকালে ঢাকার বিমানবন্দর থেকে কৃষ্ণদাস প্রভুকে গ্রেফতার করে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতাসহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তিনি চট্টোগ্রামের জেল হেফাজতে রয়েছেন।
বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর হামলার প্রসঙ্গ তুলে শুভেন্দু বলেন, “বাংলাদেশে হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই চলছে। কৃষ্ণদাস ব্রহ্মচারীকে মুক্তি দিতে হবে, নইলে বাংলাদেশকে কঠিন মূল্য দিতে হবে।”
বিজেপি সূত্রে জানা গেছে, বুধবার বাংলাদেশি ডেপুটি হাইকমিশনারের অফিস ঘেরাও করবেন বিজেপি বিধায়করা। এদিকে, চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখাচ্ছেন হিন্দুরা। কয়েকটি জায়গায় তাদের উপর চরমপন্থী হামলার অভিযোগ উঠেছে।
শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা নীরব থাকব না। বাংলাদেশ যদি এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে আন্তর্জাতিক পর্যায়ে এই ঘটনা তোলার জন্য আমরা প্রস্তুত।”
এই ঘটনাকে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক ও সাম্প্রদায়িক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।