Tuesday, November 18, 2025
রাজ্য​

মন্ত্রিত্ব থেকে ইস্তফার পর এবার বিধায়ক পদ ছাড়তে চান শুভেন্দু অধিকারী

কলকাতা: শেষপর্যন্ত সকল জল্পনায় অবসান ঘটিয়ে শুক্রবার রাজ্য সরকারের নিরাপত্তা ছাড়ার পাশাপাশি মন্ত্রিত্ব ছেড়ে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। নবান্নে গিয়ে নিজের ইস্তফাপত্র পেশ করেন তিনি। রাজ্যের সেচ,পরিবহণ, জলসম্পদ উন্নয়ন দফতরের দায়িত্বে ছিলেন শুভেন্দু। কোনও দফতরই নিজের হাতে রাখলেন না তিনি।

মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পর তাঁর ঘনিষ্ঠমহল সূত্রে দাবি করা হয়েছে, এবার বিধায়ক পদ ছেড়ে দিতে চান শুভেন্দু অধিকারী। রবিবার মহিষাদলে প্রথম জনসভা করবেন শুভেন্দু। সদ্যপ্রয়াত প্রবীণ স্বাধীনতাসংগ্রামী রঞ্জিত বয়ালের স্মরণে ওই জনসভা করবেন তিনি।

মহিষাদলে জনসভা করার ঘোষণা নিয়ে জল্পনা তুঙ্গে। তিনি সভায় কি বলবেন? এখন দেখার। ওই সভা তিনি ‘তৃণমূল বিধায়ক’ হিসেবে করেন কি না, দেখার তাও। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তৃণমূল ছেড়ে এবার শুভেন্দুর বিজেপিতে যোগদান স্রেফ সময়ের অপেক্ষা মাত্র। ক্রমশ জোরাল হচ্ছে সেই জল্পনা।

এদিকে, শুভেন্দুর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে তৃণমূল। দলের প্রবীণ সাংসদ সৌগত রায় এখনও আশাবাদী। তিনি বলেন, আমি আবার আলোচনার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছি না। দলীয় সূত্রে খবর, দলনেত্রী মমতাও চাইছেন আলোচনার দরজা খোলা থাকুক।