Tuesday, March 25, 2025
দেশ

বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত মমতার: সুরেন্দ্র সিং

লখনউ: শুধরে যান, নইলে তিহারে পি চিদম্বরমের সঙ্গে জেলে কাটাতে হতে পারে! এনআরসি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এভাবেই আক্রমণ করলেন উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। শনিবার সুরেন্দ্র সিং বলেন, এনআরসির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিবৃতি দিচ্ছেন তা প্রমাণ করে যে তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের ভারতে আশ্রয় দেওয়াকে সমর্থন করছেন। মনে হচ্ছে মমতা ভুলে যাচ্ছেন যে তাঁর খারাপ দিন এগিয়ে আসছে।

সুরেন্দ্র সিংয়ের পরামর্শ, মমতার উচিত ভাষা এবং আচরণ সংযত করা, অন্যথায় তাঁকেও কংগ্রেস নেতা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমের মতো একই পরিণতির মুখোমুখি হতে হবে। সুরেন্দ্র সিং বলেন, পশ্চিমবঙ্গে এনআরসি চালু করা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যদি বাংলাদেশিদের ধরে রাখতে চান তবে তাঁর চেষ্টা করা উচিত বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়া।


সুরেন্দ্র সিং বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের খারাপ দিন এগিয়ে আসছে। তিনি যদি বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে রাজনীতি করতে চান তবে তাঁর বাংলাদেশেই চলে যাওয়া উচিৎ। মুখ্যমন্ত্রীর যদি সাহস থাকে তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান। তাতে তাঁর ভালোই হবে।

উত্তরপ্রদেশের বিজেপি বিধায়ক আরও বলেন, পশ্চিমবঙ্গেও এনআরসি লাগু করা হবে এবং যাদের নাম তালিকা থেকে বাদ পড়বে তাদের হাতে দু’টি প্যাকেট খাবার ধরিয়ে সম্মানজনকভাবে নিজেদের দেশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, এনআরসির তীব্র বিরোধীতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, তিনি বেঁচে থাকতে বাংলায় এনআরসি চালু হতে দেবেন না।