Monday, June 16, 2025
Latestদেশ

নির্ভয়াকাণ্ডে দোষীদের নিজ হাতে ফাঁসি দিতে চাই, রক্ত দিয়ে অমিত শাহকে চিঠি শুটারের

লখনউ: একের পর ধর্ষণ-খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। ২০১২ সালে দিল্লিতে ঘটে যাওয়া নির্ভয়া কাণ্ডের দোষীদের ফাঁসি কার্যকর করার দাবি উঠছে দেশজুড়ে। এরই মধ্যে শুটার বর্তিকা সিং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিজের রক্ত দিয়ে চিঠি লিখে একটি বিশেষ দাবি জানিয়েছেন।

বর্তিকা সিং স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন, নির্ভয়াকাণ্ডে চারজন দোষীর ফাঁসি হোক কোনও মহিলার দ্বারাই। তিনি নিজে হাতে চারজনকে ফাঁসি দিতে চান।

নিজের রক্ত দিয়ে লেখা চিঠিতে বর্তিকা সিং লেখেন, এতে দেশে একটি বার্তা পৌঁছবে যে মহিলারাও ফাঁসি দিতে পারেন। এতে সমাজে পরিবর্তন আসবে এবং মহিলাদের উপরে বাড়তে থাকা অপরাধেও লাগাম টানা যাবে। সমস্ত অভিনেত্রী এবং মহিলা সাংসদরা তার সমর্থনে এগিয়ে আসার দাবি জানিয়েছেন বর্তিকা।


১৮ ডিসেম্বর দিল্লি হাইকোর্ট নির্ভয়া গণধর্ষণ-খুনের মামলায় চার দোষী পবন, মুকেশ, অক্ষয় এবং বিনয়ের ফাঁসি দেওয়ার বিষয়ে শুনানি ঘোষণা করবে। নির্ভয়ার মায়ের আশা, আগামী ১৮ ডিসেম্বর হাইকোর্ট যেন অন্তিম রায় জানায় এবং মৃত্যুদণ্ডও যেন শ্রীঘ্রই দেওয়া হয়।

এদিকে, ফাঁসির ভয়ে ইতিমধ্যেই নাওয়া-খাওয়া বাদ দিয়েছেন সাজাপ্রাপ্ত ৪ আসামী। তাদের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। তিহার জেলে গত কয়েক দিন ধরেই ফাঁসির মহড়াও চলছে।

প্রসঙ্গত, নির্ভয়ার দোষীদের ফাঁসি এবং ধর্ষণের মামলার দোষীদের ৬ মাসের মধ্যে ফাঁসির দাবিতে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন দিল্লির মহিলা কমিশনের সভাপতি স্বাতী মালিওয়াল।