ঠাকরে পরিবার পেল প্রথম বিধায়ক, ওরলি কেন্দ্র থেকে জিতলেন আদিত্য ঠাকরে
মুম্বাই: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে, মুম্বাইয়ের ওরলি কেন্দ্র থেকে জয়ী হলেন শিবসেনার প্রার্থী আদিত্য ঠাকরে। প্রতিদ্বন্দ্বী এনসিপি প্রার্থী এনসিপি প্রার্থী সুরেশ রানকে ৭০ হাজারের বেশী ভোটে পরাজিত করেন তিনি। ১৯৯৬ সালে বাল ঠাকরে শিবসেনা গঠনের পর থেকে, ঠাকরে পরিবারের প্রথম সদস্য হিসেবে নির্বাচনে লড়াই করলেন আদিত্য ঠাকরে।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে ১২৪টি আসনে লড়ে এখনও পর্যন্ত ৫৬টি আসন শিবসেনার ঝুলিতে। ১৬৩টি আসনে প্রার্থী দিয়ে বিজেপি ১০৫টি আসনে জিতেছে। সবমিলিয়ে বিজেপি-শিবসেনা জোটের ঝুলিতে ১৬১ টি আসন। অন্যদিকে, কংগ্রেস ও ন্যাশনাল কংগ্রেসের জোটের দখলে ১০২টি আসন। অন্যান্যরা পেয়েছেন ২৩টি আসন। এখনও চলছে ভোট গণনা। উল্লেখ্য, ২০১৪ নির্বাচনে শিবসেনা জিতেছিল ৬৩টি আসন।
প্রথমে উপমুখ্যমন্ত্রী পদের দাবি জানিয়েছিল শিবসেনা। তবে গণনা শুরু হতেই, ভালো আসন পাওয়ার ইঙ্গিত পেতেই শিবসেনার তরফে প্রস্তাব দেওয়া হয়, মুখ্যমন্ত্রী পদের। বিজেপির সঙ্গে জোটের শর্ত হিসেবে শিবসেনার প্রস্তাব মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী করতে হবে আদিত্য ঠাকরেকে।
এ সম্পর্কে শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে বলেন, ৫০-৫০ চুক্তি কার্যকর করার সময় এসেছে। লোকসভা ভোটের আগে, যখন অমিত শাহ আমার বাড়িতে আসেন, তখনই এই চুক্তি হয়। এবার সেটা কার্যকর করার সময়। প্রসঙ্গত, আদিত্য ঠাকরে ইতিমধ্যেই শিবসেনা শিবিরে গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিতি পেয়েছেন। রোড শো ও পদযাত্রায়ও নজর কেড়েছেন তিনি, অ্যারে তে মেট্রো প্রকল্প নিয়েও প্রতিবাদে সামিল হন তিনি।