Monday, June 16, 2025
Latestদেশ

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত

মুম্বাই: মহারাষ্ট্রে কারা সরকার গঠন করছে তা নিয়ে রাজনীতিতে জল্পনা এখন তুঙ্গে। মহারাষ্ট্রে সরকার গঠনের বিষয়ে শিবসেনা-বিজেপি মতবিরোধের পরে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ থেকে সম্পর্ক ছিন্ন করল উদ্ধব ঠাকরের দল। কেন্দ্রীয় ভারীশিল্প মন্ত্রী ও শিবসেনা সাংসদ অরবিন্দ সাওয়ান্ত সোমবার সকালে ইস্তফা ঘোষণা করেছেন।

অরবিন্দ সাওয়ান্ত টুইট করে জানিয়েছেন, সত্যের সঙ্গে রয়েছে শিবসেনা। রাজ্যের এই পরিস্থিতিতে দিল্লিতে সরকারে থাকার কোনও অর্থ হয় না। তাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিচ্ছি।


শরদ পাওয়ারের দল এনসিপির শর্ত ছিল, এনডিএ ছাড়লে তবেই শিবসেনাকে সরকার গঠনে সমর্থন করবে এনসিপি। কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা থেকে নিজেদের একমাত্র মন্ত্রীকে সরিয়ে মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য এনসিপি প্রধান শরদ পাওয়ারের দেওয়া অন্যতম একটি শর্ত পূরণ করল শিবসেনা।

মহারাষ্ট্রে সরকার গঠনের জন্য রাজ্যপাল শিবসেনা ডাক দেয়। মনে করা হচ্ছে, এনসিপির সমর্থন নিয়ে মহারাষ্ট্রে সরকার গঠনের লক্ষ্যে নিজের দলের বিধায়কদের নিয়ে একটি বৈঠক ডেকেছে শিবসেনা। অন্যদিকে দিল্লিতে এই বিষয় নিয়েই এক বিশেষ বৈঠকে বসেছে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।