দফতর অপছন্দ, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন শিবসেনা বিধায়ক
মুম্বাই: নিজের পছন্দ মতো দফতর না পেয়ে, মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন এক শিবসেনা বিধায়ক। জানা গেছে, ঔরঙ্গাবাদের ওই বিধায়ক আব্দুল সাত্তার। বিধানসভা ভোটের কয়েকমাস আগে কংগ্রেস থেকে শিবসেনাতে যোগ দিয়েছিলেন তিনি। বিধানসভা ভোটে জিতে তিনি মন্ত্রিসভায় শপথও নিয়েছিলেন। তবে দফতর বণ্টনে অখুশি হয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও প্রবীণ শিবসেনা নেতা একনাথ শিণ্ডে জানিয়েছেন, ওই বিধায়কের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।
শিবসেনা নেতা সঞ্জয় রাউত সংবাদ সংস্থা এএনআইকে বলেন, মুখ্যমন্ত্রী ওর সঙ্গে কথা বলবেন। আশা করছি সমস্যা মিটে যাবে। সঞ্জয় রাউত বলেন, যখন মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়, অনেক বিধায়ক অখুশি হয়েছিলেন। কিন্তু ওদের বুঝতে হবে, এটা শুধু শিবসেনার সরকার নয়। এটা তিন দলের জোট সরকার।
কংগ্রেস থেকে শিবসেনায় যোগ দিলেও, তাঁকে মন্ত্রী করা হয়েছে। এ বিষয়ে আব্দুল সাত্তারের ছেলে সমীর সাত্তার বলেন, এ বিষয়ে আমার কোনও ধারণা নেই। একমাত্র বাবাই বলতে পারবেন কী সমস্যা। আমি নিশ্চিত উনি মুখ খুলবেন। তাই অপেক্ষা করা ছাড়া আর কোনও গতি নেই।
এদিকে, বিড জেলার প্ৰকাশ সোলান নামে এক এনসিপি বিধায়ক একই কারণে বিধায়ক পদ ছেড়েছেন বলে খবর। এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠাওয়াল বলেন, তিন দলের সরকার। অটো-রিকশার সরকার বলে রসিকতা করে তাঁর মন্তব্য, এর তিনটি চাকা তিনদিকে ঘুরছে।