Friday, March 21, 2025
দেশ

কাশ্মীর ও রামমন্দির সমস্যার সমাধান বিজেপিই করবে: শিবসেনা

নয়াদিল্লি: বিজেপির ইস্তাহারকে ১০০-এ ২০০ দেওয়া হল শিবসেনার তরফে। নির্বাচনী ইস্তাহারে বিজেপি সংবিধানের ৩৭০ ধারা এবং ৩৫এ অবলুপ্তি ও রামমন্দির নির্মাণের প্রতিশ্রুতির জন্যই এই নম্বর, এমনটাই জানানো হয়েছে শিবসেনার মুখপত্র সামনাতে।

বুধবার প্রকাশিত এই মুখপত্রে বলা হয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রসঙ্গে কোনও রকমের সমঝোতা করা হবে না। ২০১৯ সালই রামমন্দির নির্মাণের শেষ সুযোগ। আর তাই বিজেপি নিজেদের ইস্তাহারে যে যে প্রতিশ্রুতি দিয়েছে, তার প্রতিটায় ভারতের উন্নতির জন্য, বলে দাবি করেছে সামনা।

আরও বলা হয়েছে, বিজেপির সংকল্প পাত্রে গোটা দেশের মানুষের কথা তুলে ধরা হয়েছে। এমনকি শিবসেনার দাবিকেও এই ইস্তাহারে তুলে ধরা হয়েছে। তাই আমরা এই ইস্তাহারকে ১০০-এ ২০০ দিচ্ছি।

প্রসঙ্গত, নির্বাচনী ইস্তাহারে বিজেপি ৩৭০ ধারা এবং ৩৫এ অবলুপ্তির কথা বলার পরপরই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জম্মু কাশ্মীরের মূল ধারার রাজনৈতিক দলগুলির মধ্যে। তাদের বক্তব্য, এর অর্থ ভারত থেকে জম্মু-কাশ্মীরের স্বাধীনতা।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি সভানেত্রী মেহবুবা মুফতি বলেছেন, ৩৭০ ধারা প্রসঙ্গে আমি বলে আসছি যে এই ধারাই ভারতের সঙ্গে জম্মু-কাশ্মীরকে বেঁধে রেখেছে। এই ধারা অবলুপ্ত করলেই জম্মু-কাশ্মীরের উপর ভারতীয় দখল বেআইনি হয়ে যাবে। তিনি আরও বলেছেন, আপনারা যদি জম্মু-কাশ্মীরকে ৩৭০ ধারামুক্ত করেন, তাহলে আপনারা দেশ থেকে জম্মু-কাশ্মীরকেও মুক্ত করে দেবেন।

প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা বলেছেন, ৩৭০ ধারা অবলুপ্ত হয়ে গেলে এ রাজ্যে দেশের পতাকা তোলার মত কেউই অবশিষ্ট থাকবে না। তিনি আরও বলেছেন, ওরা ভাবে ওরা বাইরে থেকে লোক এনে এখানে বসাবে, আমাদের সংখ্যা কমাবে। আমরা কি ঘুমোব! ইনশাল্লা আমরা লড়াই করব। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াব।