Thursday, June 19, 2025
Latestদেশ

শারজিলের মতো পোকামাকড়গুলোকে দ্রুত খতম করুন, অমিত শাহের কাছে আবেদন শিবসেনার

মুম্বাই: শাহিনবাগে দেশবিরোধী বক্তব্যের জেরে মঙ্গলবারই গ্রেফতার করা হয়েছে শারজিল ইমামকে। এবার এই ইস্যুতে মুখ খুলল শিবসেনা। শিবসেনার মুখপত্র সামনায় শারজিলের গ্রেফতারি নিয়ে বিজেপি সরকারের ভূয়সী প্রশংসা করা হল।  স্বরাষ্টমন্ত্রী অমিত শাহর কাছে শিবসেনার তরফে আর্জি, শারজিল ইমামের মতো পোকামাকড়গুলোকে দ্রুত খতম করুন।

সামনায় লেখা হয়েছে, শারজিল ইমাম ভারত ভাঙার পক্ষে সওয়াল করছে। যে রাস্তা বন্ধের কথা বলেছে ও, সেখানেই ওর হাত কেটে ঝুলিয়ে রাখা উচিত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ, এই ধরনের কীটদের দ্রুত খতম করুন।

সামনায় বলা হয়েছে, গোটা দেশেই সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা হচ্ছে। তবে এই গোটা আন্দোলনে দেশ বিরোধী বক্তব্য কেউ রাখেননি। শারজিলের দেশবিরোধী বক্তব্যের জন্য তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিল শিবসেনা।

শিবসেনা বলেছে, দেশজুড়ে চলা শান্তিপূর্ণ আন্দোলনের ক্ষতি করেছে শারজিলের দেশবিরোধী বক্তব্য। শিবসেনার অভিযোগ, এই ধরনের কার্যকলাপই দিল্লির বিধানসভা ভোটে বিজেপিকে সুবিধেই পাইয়ে দিল। পাশাপাশি, কেন্দ্রীয় সরকারকে শিবসেনা সতর্ক করে বলছে, ভবিষ্যতে যেন আর কোনও শারজিল তৈরি না হয়, সে ব্যাপারে সরকারের সচেতন থাকা উচিত।