Thursday, December 5, 2024
দেশ

এবার ওসমানাবাদ ও ঔরঙ্গাবাদের নাম বদলের দাবি শিবসেনার

মুম্বাই: উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ এলাহাবাদের নাম প্রয়াগরাজ ও ফৈজাবাদের নাম বদলে অযোধ্যা করে দিয়েছেন। তারপর থেকেই নাম বদলের হিড়িক পড়ে গিয়েছে। গুজরাটের উপমুখ্যমন্ত্রী নিতিনি প্যাটেল আহমেদাবাদের নাম বদলে কর্ণবতী করার দাবি পেশ করেছেন। কোনও আইনি জটিলতা না থাকলে ও জনগণের সমর্থন পেলে নাম বদলে সরকার রাজি বলে তিনি জানান। সেই প্রস্তাবকে সমর্থন করেছেন গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি। এবার মহারাষ্ট্রের শিবসেনাও চাইছে এ রাজ্যের দু’‌টি শহরের নাম বদল করা হোক।

বুধবার রাতে শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত টুইটারে লিখেছেন, যোগী আদিত্যনাথ এলাহাবাদ ও ফৈজাবাদের নাম বদল করে প্রয়াগরাজ ও অযোধ্যা করলেন। আমাদের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ঔরঙ্গবাদের নাম সম্ভাজি নগর ও ওসমানাবাদের নাম ধারাশিব নগর করার ঘোষণা কবে করবেন?

সঞ্জয় রাউতের দাবি, এই দাবির কথা বহুদিন ধরে চলে আসছে। এটা নতুন কিছু নয়। এমনই জানিয়েছেন শিবসেনা নেত্রী মনীশা কায়ান্ডে। তবে ভোটব্যাঙ্কের রাজনীতি করতে গিয়ে কংগ্রেস ও এনসিপি এই দাবিকে কোনওদিন আমল দেয়নি। মুসলিম ভোট ধরে রাখতে চেয়েই এটা করা হচ্ছে বলে দাবি শিবসেনার।

মণিশা কায়াণ্ডে জানিয়েছেন, এটা আমাদের দীর্ঘদিনের দাবি এবং এটা নিয়ে বহুবার সুর চড়ানো হয়েছে। কিন্তু মুসলিমদের ভোট পাওয়ার জন্য কংগ্রেস ও এনসিপি শিবসেনার এই দাবিকে গুরুত্ব দেয়নি।