Monday, November 17, 2025
দেশ

মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করতে অর্ডিন্যান্স জারি করুক কেন্দ্র, দাবি শিবসেনার

মুম্বাই: শব্দদূষণ রোধে মসজিদে লাউডস্পিকার বাজানো বন্ধ করতে অর্ডিন্যান্স জারি করুক কেন্দ্র। এমনটাই দাবি জানাল শিবসেনা। শ্রীঘ্রই এই বিষয়ে পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে শিবসেনা।

শিবসেনার মুখপত্র সামনায় দাবি করা হয়েছে, শব্দ দূষণ, পরিবেশ রক্ষায় মসজিদে লাউডস্পিকার নিষিদ্ধ করা হোক। মসজিদে লাউডস্পিকারের ব্যবহার বন্ধ করতে অর্ডিন্যান্স জারি করুক কেন্দ্রীয় সরকার।

মসজিদে লাউডস্পিকারে আজান ঘিরে বিতর্ক দীর্ঘদিনের। সোনু নিগমও মসজিদে মাইক ব্যবহার বন্ধের পক্ষে সওয়াল করে সোস্যাল মিডিয়ায় সমালোচনার মুখে পড়েন। কিন্তু দিনকয়েক আগে শিবসেনারই মুম্বই-দক্ষিণ শাখার প্রমুখ পান্ডুরং শাকপাল মুসলিম শিশুদের মধ্যে ‘আজান’ পাঠ প্রতিযোগিতার আয়োজনের প্রস্তাব দেন। যা নিয়ে বিতর্কের মুখে পড়ে শিবসেনা।

শিবসেনার এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিজেপি। বিজেপির নেতা অতুল ভতকলকর বিস্ময় প্রকাশ করে বলেন, বালাসাহেব ঠাকরের যে দলের রাস্তায় নামাজ পড়া নিয়ে প্রকাশ্যে আপত্তি তোলে তাঁদের আজ এত আজান প্রেম এল কোথা থেকে?

এরপরেই ট্রোল করা হয়। বলা হয়, শিবসেনা হিন্দুত্ব পরিত্যাগ করেছে। যদিও শিবসেনার সাফাই, আমরা এ নিয়ে রাজনীতি করতে চাই না কেননা দেশের ২২ কোটি মুসলিম ভারতীয় নাগরিক।