‘সিমলা’ সিমলাই থাকছে, নাম পরিবর্তন হচ্ছে না
সিমলা: হিমাচল প্রদেশের সিমলা জেলার নাম পরিবর্তন হতে পারে বলে বেশ কয়েকদিন ধরে এনিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সমস্ত জল্পনা অবসান ঘটিয়ে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর জানিয়েছেন, সিমলা জেলার নাম পরিবর্তন হচ্ছে না।
নাম পরিবর্তনের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি শাসিত সরকারের এমন কোনও পরিকল্পনা রয়েছে বলে তাঁর জানা নেই। তাঁর কথায়, সিমলার নাম পরিবর্তন করার জন্য একাধিক মহল থেকে পরামর্শ এসেছে। আমরা সবকটি প্রস্তাব গুরুত্ব সহকারে শুনেছি। এটা সরকারের কর্তব্যের মধ্যেই পড়ে। কিন্তু, কখনেও মনে হয়নি, নাম পরিবর্তনের খুব একটা প্রয়োজন আছে। সিমলা জেলার নাম তাই বদলে ‘শ্যামলা’ হচ্ছে না।
#Video | After Allahabad was renamed as Prayagraj by the UP govt, reports of renaming Shimla to Shyamala have emerged. Chief Minister of Himachal Pradesh, @jairamthakurbjp clears the air on the reports. pic.twitter.com/2ht9gMWGVa
— Hindustan Times (@htTweets) 23 October 2018
এর আগে এ প্রসঙ্গে কংগ্রেস নেতা আনন্দ শর্মা বলেন, সিমলার নাম পরিবর্তনে যে তত্পরতা শুরু হয়েছে, তার মধ্যে কোনও সারবত্তা নেই। তাই এই পদক্ষেপকে সমর্থনও করা যায় না।