Sunday, September 15, 2024
দেশ

হিন্দু যুবককে বিয়ে করে শেহনাজ থেকে আরোহী হলেন কৃষ্ণ ভক্ত মুসলিম তরুণী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সনাতন ধর্ম গ্রহণ করলেন মুসলিম তরুণী। জানা গেছে, ওই মুসলিম তরুণী ছোটবেলা থেকেই সনাতন ধর্মের প্রতি অনুরক্ত ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ছিলেন। কিন্তু মুসলিম হয়ে বাড়িতে পুজো করলেই মারধর করা হতো তাকে। তবুও পরিবারের রক্তচক্ষু উপেক্ষা করে কৃষ্ণের আরাধনা করতেন শেহনাজ।

এক এক মুসলিম যুবকের সঙ্গে বিয়েও হয় শেহনাজের। শ্বশুর বাড়িতে গিয়েও শ্রীকৃষ্ণের আরাধনা চালিয়ে যান তরুণী। সবার চোখের আড়ালে কৃষ্ণের আরাধনা করতো সে। একদিন ধরে ফেলেন তাঁর স্বামী। এরপর তাঁর উপর শুরু হয় শ্বশুর বাড়ির অত্যাচার। মারধর করা হতো তাঁকে। তাঁর স্বামী তাঁকে তালাকও দিয়ে দেন। শেহনাজকে বের করে দেওয়া হয় শ্বশুর বাড়ি থেকে।

এরপর বেরেলিতে এসে শেহনাজ সনাতন ধর্ম গ্রহণ করেন। তারপর হিন্দু যুবক পবনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। শেহনাজ থেকে তাঁর নতুন নাম হয়েছে আরোহী। সে জানায়, ‘আমার পরিবারের লোক ভেবেছিল মুসলিম যুবকের সঙ্গে আমার বিয়ে করিয়ে দিলে সবকিছু আমি ভুলে যাব। কিন্তু তা হওয়ার নয়। শ্বশুর বাড়ির লোক আমাকে মারধর করেও পুজো করা ছাড়াতে পারেনি।’