‘আয়রন লেডি’ মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান শত্রুঘ্ন সিনহা
গুয়াহাটি: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছেন আগেও অনেকে। তৃণমূলের অন্দরে তো এই দাবি রয়েছেই, তারপর প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ও বাঙালি প্রধানমন্ত্রীর হয়ে সওয়াল করেছিলেন। তারপর বিখ্যাত আইনজীবী রাম জেঠমালানিও মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এবার সেই দাবি করে বসলেন বিজেপিরই সাংসদ শত্রুঘ্ন সিনহা। যদিও শত্রুঘ্ন বর্তমানে বিজেপির বিদ্রোহীদের তালিকায় আছেন।
শত্রুঘ্ন দাবি করলেন দিল্লির রাজনীতিতে শীর্ষপদে মমতাকে দরকার। অসমের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, মমতাকে চাই প্রধানমন্ত্রী পদে। মমতা ছাড়া দিল্লির রাজনীতিতে আবার জোয়ার আসবে না। দেশকে সঠিক পথে চালনা করতে মমতাকেই দরকার।
এদিন অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘আয়রন লেডি’ আখ্যা দিয়ে শত্রুঘ্ন সিনহা বলেন, সারাজীবন ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম ও আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়েছেন। প্রকৃত অর্থেই হয়ে উঠেছেন সর্বজনগ্রাহ্য জননেত্রী। তাই দেশকে নেতৃত্ব নেওয়ার সবথেকে যোগ্য তিনিই।
সংসদীয় কমিটির বৈঠকে অংশ নিয়ে শত্রুঘ্ন সিনহা এসেছিলেন গুয়াহাটিতে। এদিন বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান তৃণমূল ঘনিষ্ঠ সাংসদ বামপন্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তাঁর উপস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশংসায় ভরিয়ে দেন শত্রুঘ্ন।