Monday, November 17, 2025
আন্তর্জাতিক

মোদীর সঙ্গে দেখা করতে পেরে সম্মানিত বোধ করছি: সাকিব আল হাসান

ঢাকা: বিশ্বব্যাপী মারণ করোনা ভাইরাস আঘাত হানায় বিদেশ সফরে যাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘ ১৫ মাস পরে শুক্রবার দু’দিনের বাংলাদেশ সফরে গেলেন নমো। শুক্রবার ভারতীয় সময় সকাল দশটা ১৫ মিনিট নাগাদ ঢাকায় পৌঁছান মোদী। তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দুপুরে মোদীর সাথে দেখা করেন ক্রিকেটার সাকিব আল হাসান (Shakib Al Hasan)। সৌজন্যে সাক্ষাৎ করেন তাঁরা। মোদীর সঙ্গে দেখা হওয়ায় রীতিমতো উচ্ছ্বাসিত সাকিব। সাকিব ছাড়াও মোদীর সাথে দেখা করেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং ক্রিকেটার সালমা খাতুন ও জাহানারা আলম।

বার্তা সংস্থা এএনআইকে সাকিব বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে পেরে আমি সম্মানিত বোধ করছি। আশা করছি তাঁর সফর দুই দেশের জন্যই ফলপ্রসূ হবে। মোদীর নেতৃত্ব অসাধারণ। আমি আশা করি তিনি ভারতের উন্নতির জন্য ভবিষ্যতেও কাজ করে যাবেন এবং ভারত- বাংলাদেশের সম্পর্ক দিন দিন আরও ভালো হবে।

এদিন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মোদী। ২৭ মার্চ গোপালগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতেও শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর মতুয়া সম্প্রদায়ের প্রবর্তক হরিচাঁদ ঠাকুরের জন্মস্থান ওড়াকান্দিতে যাবেন মোদী। সেখানে হরিচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেবেন তিনি। তারপর যাবেন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার যশোরেশ্বরী মন্দিরে। উল্লেখ্য, সতীর একান্ন সতীপীঠের মধ্যে  অন্যতম হল যশোরেশ্বরী মন্দির। সেখানেও পুজো দেবেন মোদী।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।