Sunday, June 22, 2025
Latestখেলা

সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

ঢাকা: বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে ২ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি। সব ধরনের ক্রিকেট থেকে নির্বাসিত করা হয়েছে সাকিবকে। ২০১৮ সালের জানুয়ারিতে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে ম্যাচের আগে এক ক্রিকেট জুয়াড়ির কাছ থেকে অনৈতিক প্রস্তাব পেয়েছিলেন সাকিব। সেটা প্রত্যাখ্যান করলেও নিয়ম অনুযায়ী আইসিসির দুর্নীতি দমন সংস্থাকে জানাননি সাকিব।

তবে ওই জুয়াড়ির কল ট্র্যাকিং করে বিষয়টি নিশ্চিত হয় আইসিসির অ্যান্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (আকসু)। কিছুদিন আগে সাকিবের সঙ্গে কথা বলে আকসুর প্রতিনিধি দল। জানা গেছে, সাকিবও বিষয়টি স্বীকার করেছেন। আইসিসি জানিয়েছে, ২০১৮ সালের জানুয়ারির পর ওই বছরের ২৬ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের সময়ও সাকিবের সঙ্গে যোগাযোগ করে আইসিসির কালো তালিকাভুক্ত ওই জুয়াড়ি।

আইসিসির দুর্নীতি দমন সংস্থার রায়ে ১৮ মাসের জন্য নিষিদ্ধ হচ্ছেন সাকিব। তার বিরুদ্ধে জুয়াড়ির কাছ থেকে ম্যাচ পাতানোর অভিযোগ পেয়েও নিশ্চুপ থাকার অভিযোগ আনা হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের নিয়ম হচ্ছে, বাজিকরদের কাছ থেকে স্পট ফিক্সিংয়ের অভিযোগ পেলে সংশ্লিষ্ট বোর্ডকে অথবা আকসুকে জানাতে হবে। ওই খবর নিজে লুকিয়ে রাখলে সেটা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য হবে। সাকিব বিষয়টি বোর্ড অথবা আকসুকে অবহিত করেন নি। ফলে বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করে আইসিসি মঙ্গলবার এক বিবৃতিতে, সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে ২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল।