Thursday, September 19, 2024
দেশ

কাশ্মীর ভারতের অংশ ছিল এবং থাকবে, আফ্রিদিকে সমর্থন করে বললেন রাজনাথ

নয়াদিল্লি: কাশ্মীর ইস্যুতে মন্তব্য করে নতুন আলোচনার ঝড় তুলেছেন পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি। বিদেশের মাটিতে এক বক্তৃতায় তিনি কাশ্মীর বিষয়ে ভূমিকার জন্য পাকিস্তানের নীতি-নির্ধারকদের তোপ দাগতেও ছাড়লেন না। সাবেক এ তারকা অলরাউন্ডার বলেছেন, পাকিস্তান তার চারটি প্রদেশ সামলাতে পারছে না। কাশ্মীর নিয়ে কী করবে? আফ্রিদির এই মন্তব্যকে সমর্থন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

রাজনাথ সিং বলেন, আফ্রিদি ঠিক কথাই বলেছেন। ওরা পাকিস্তানই সামলাতে পারছে না, কাশ্মীর কী করে সামলাবে। কাশ্মীর ভারতের অংশ ছিল এবং ভবিষ্যতেও থাকবে। এর আগেও কাশ্মীর নিয়ে একাধিক মন্তব্য করেছেন পাক অলরাউন্ডার আফ্রিদি। তাঁর মন্তব্যের জন্য ভারতেও সমালোচিত হয়েছেন তিনি। তবে এবারের মন্তব্যের জন্য পাকিস্তানেও উঠেছে সমালোচনার ঝড়।

বুধবার ব্রিটিশ পার্লামেন্টে সেখানকার শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতায় ৩৮ বছর বয়সী আফ্রিদি বলেন, আমি বলব পাকিস্তান কাশ্মীরকে চায় না। এটা ভারতকেও ছেড়ে দেবেন না। কাশ্মীরকে স্বাধীন হতে দিন। তাতে অন্তত মানবতা বেঁচে থাকবে। মানুষকে মরতে দেবেন না…পাকিস্তান কাশ্মীর চাইবে কোত্থেকে…? দেশটিতো তার নিজের চারটি প্রদেশই সামলাতে পারে না…।