‘কাশ্মীর ভারতেরই অঙ্গ’, রাষ্ট্রপুঞ্জে স্বীকার করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
জেনেভা: কাশ্মীর ভারতেরই অঙ্গ, অবশেষে মেনে নিল পাকিস্তান। রাষ্ট্রপুঞ্জে স্বীকার করলেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। জেনেভায় রাষ্ট্রপুঞ্জের এক অনুষ্ঠানে কাশ্মীরকে ‘ভারতের রাজ্য’ বলেই অভিহিত করলেন পাক বিদেশমন্ত্রী।
রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কুরেশি। সেখানে ‘কাশ্মীরের বাস্তব চিত্র’ দেখাতে ভারতকে চ্যালেঞ্জ করেন কুরেশি। তখনই তিনি মন্তব্য করেন, ‘ভারত সরকার কেন আন্তর্জাতিক সংগঠন, সংবাদমাধ্যমকে ভারতীয় রাজ্য জম্মু-কাশ্মীরে যেতে বাধা দেওয়া হচ্ছে?’
এরপরই মুহূর্তেই ভাইরাল হয়ে যায় কুরেশির এই মন্তব্য। কাশ্মীরকে ভারতের অংশ হিসাবে মেনে নেওয়ায় ইন্টারনেটে ব্যাপক ট্রোলিংয়ের শিকার হন কুরেশি।
#WATCH: Pakistan Foreign Minister Shah Mehmood Qureshi mentions Kashmir as “Indian State of Jammu and Kashmir” in Geneva pic.twitter.com/kCc3VDzVuN
— ANI (@ANI) September 10, 2019
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই এর বিরোধীতায় সরব হয়েছে পাকিস্তান। এটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়াচ্ছে। অপপ্রচার করছে। আন্তর্জাতিক মঞ্চে নালিশ করেও হতাশা ছাড়া আর কিছুই জোটেনি পাকিস্তানের। এ বিষয়ে অন্যদেশের সমর্থন পাওয়া তো দূরের কথা, নিজের দেশেই কড়া সমালোচনার মুখে পড়ছে ইমরান খান।